2:50 pm , October 14, 2020
আমতলী প্রতিবেদক ॥ আমতলীতে চাল, ডাল ও তেলের দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও হু হু করে বাড়ছে আলুর দাম। এক সপ্তাহের ব্যবধানে আলুর কেজিতে দাম বেড়েছে ১০/১২ টাকা। অবস্থা এমন যে এখন মোটা চালের চেয়ে আলু কিনতে কেজি প্রতি বাড়তি গুনতে হচ্ছে গড়ে ১০/১২ টাকা করে।
গত সোমবার আলু পাইকারি বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) আমতলীর সাপ্তাহিক হাটের দিন ওই আলু খুচরা বাজারের প্রকার ভেদে বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়। দেশে আলু হয় নানা জাতের। তবে বছরের এই সময়ে সব আলুর দাম বাড়ে। এবার এই কৃষিপণ্যটির দাম বেড়েছে ভয়াবহ বেশি। আমতলী পৌরশহরের ব্যবসায়ী মো. জুলহাস বলেন, গত সোমবার আলু বিক্রি হয়েছে ৪০-৪২ টাকা কেজি দরে। সেখানে আজ প্রতি কেজিতে দাম বেড়েছে ১০-১২ টাকা। এক সপ্তাহের ব্যবধানে এমন মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ভোক্তারা। চড়া দামের এই বাজারে সবজিসহ পেঁয়াজ, আদা, রসুন ও শুকনা মরিচ, গুঁড়া হলুদ ও আলুর দামও বেড়েছে তর তর করে। বুধবার বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে আলুসহ সবজির দাম বেড়েছে তিন গুণ। পাইকারি বাজারে প্রকারভেদে আলুর কেজি ৪৫ থেকে ৪৭ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। আর খুচরা দোকানে বিক্রি হয়েছে ৫০-৫২ টাকা। এদিকে, এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে আলু কেজিতে ১০/১২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫২ টাকা। বরবটি ৪৫ টাকা থেকে বেড়ে ৬০, ঝিঙ্গা কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫, ঢেঁড়শ ৩০ টাকা বেড়ে ৬০, বেগুন ৪০ টাকা বেড়ে ৮০, চিচিঙ্গা ৩৫ টাকা বেড়ে ৬০, করলা প্রতি কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ টাকা। পাতা কপি ১০ টাকা বেড়ে প্রতি কেজি ৬০ টাকা। শশা কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা, লেবু হালিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০ টাকা, শিম ৫০ টাকা বেড়ে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস ৩৫ থেকে ৫০ , কাঁচকলা প্রতি হালি ২৫, পেঁপে কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫ । আর কাঁচামরিচের কেজি এখনও ২৫০ টাকার ওপরে। এ ব্যাপারে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে যে ব্যবসায়ী পন্য বিক্রয় করবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।