বরগুনায় অবৈধ জাল উদ্ধার ও জরিমানা আদায় বরগুনায় অবৈধ জাল উদ্ধার ও জরিমানা আদায় - ajkerparibartan.com
বরগুনায় অবৈধ জাল উদ্ধার ও জরিমানা আদায়

3:48 pm , May 25, 2023

বরগুনা প্রতিবেদক ॥ বরগুনায় বিষখালী নদীতে মাছ শিকারের সময় অবৈধ বেহুন্দি জালসহ দুই জেলে বাবা-ছেলেকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার মৎস্য বিভাগের আয়োজনে এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ফয়সাল আল নূর আটক দুই জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। দ-িতরা হলো বারেক (৬৫) ও তার ছেলে মোঃ আলম (৩০)।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব জানান, অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ শিকার করছিলো তারা। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা ১৪ লাখ টাকা মুল্যের জাল বরগুনা সদর লঞ্চঘাট এলাকায় এনে আগুনে পোড়ানো হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT