2:50 pm , March 18, 2024

বরগুনা প্রতিবেদক ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে বরগুনায় সুবিধাবঞ্চিত ও নি¤œ আয়ের মানুষের জন্য ১টাকায় রোজার বাজারের আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সুবিধাবঞ্চিত দুস্থ ও অসহায় ৩ শতাধিক পরিবারের জন্য চাল, ডাল, ছোলা, ভোজ্যতেলসহ মোট ১৭টি নিত্যপ্রয়োজনীয় দেড় হাজার টাকার দ্রব্য মাত্র ১০ টাকা প্রতিকী মূল্যে ক্রয় করতে পেরেছেন ক্রেতারা।
সোমবার বেলা ১১টায় বরগুনা বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে দিনব্যাপী ১০ টাকার এ সুপারশপে পণ্য কেনার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। ভোজ্যতেল, চাল, ডাল, ছোলা, লবণ, ডিম, মাছ, সহ ১৭টি পণ্যের সমাহার ছিল সুপারশপে। নির্দিষ্ট শর্তে ১০ টাকার টোকেন নিয়ে দুস্থ ও অসহায় মানুষজন চাহিদা মতো যেকোন ১০ টি পণ্য বাছাই করে নিতে পেরেছেন।
বরগুনা জেলা প্রশাসক রফিকুল ইসলাম বিদ্যানন্দ ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।