4:40 pm , May 26, 2023

মাসুম বিল্লাহ্, বরগুনা ॥ বরগুনায় গতকাল সকাল ৯টায় তিন বোতল মদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বরগুনা সদর থেকে জেলা ডিবি পুলিশ এ অভিযান করে। আটককৃত যুবক হলো আমুয়া তারাকান্দি ইউনিয়নের শুভ নন্দী(২৪), পিতা নান্টু নন্দী, কাঠালিয়া, ঝালকাঠি। বরগুনা জেলা সদর গোয়েন্দা শাখা ডিবি অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খাঁন জানান, ৩ নং ফুলঝুড়ি ইউনিয়নের খাঁন বাড়ি ব্রিজের পার্শ্ববর্তী স্থানে মদ সরবরাহ করতে যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে একজনকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়েছে।