পাথরঘাটায় ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি জব্দ পাথরঘাটায় ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি জব্দ - ajkerparibartan.com
পাথরঘাটায় ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি জব্দ

4:15 pm , August 20, 2023

পাথরঘাটা প্রতিবেদক ॥ পাথরঘাটার নতুন বাজার সংলগ্ন খালের পাড়ে অভিযান চালিয়ে ৫ কোটি টাকা মূল্যের ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি জব্দ করেছে কোস্টগার্ড। রোববার দুপুরের দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকা থেকে এ শুঁটকি হাঙর জব্দ করা হয়। জব্দকৃত হাঙর সরকারি গেজেট অনুযায়ী ২৫০০ টাকা কেজি হিসেবে ২০ হাজার কেজির মূল্য ৫ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা বলেন, পাথরঘাটা পৌরসভার নতুন বাজার খাল সংলগ্ন একটি শুঁটকি পল্লিতে হাঙর শুকানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মাসুদুর রহমানের নেতৃত্বে দুপুর সাড়ে ১২টার দিকে ওই শুঁটকি পল্লিতে অভিযান পরিচালনাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকজন পালিয়ে যায়। এ সময় শুকানো অবস্থায় ২০ হাজার কেজি হাঙর জব্দ করা হয়। যা সরকারি গেজেট অনুযায়ী ২৫০০ টাকা কেজি হিসেবে ২০ হাজার কেজির মূল্য ৫ কোটি টাকা হবে। তিনি আরও বলেন, জব্দকৃত হাঙরগুলো পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের বিট কর্মকর্তা মহিবুর রহমান বলেন, কোস্টগার্ডের পক্ষ থেকে ২০ হাজার কেজি হাঙর হস্তান্তর করার পরে তা কেরোসিন দিয়ে নষ্ট করে মাটিতে পুঁতে রাখার সিদ্ধান্ত হয়। যার প্রক্রিয়া চলমান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT