4:10 pm , December 17, 2023

মাসুম বিল্লাহ্, বরগুনা সংবাদদাতা ॥ বরগুনা সদর ফার্মেসীপট্টি ও হাসপাতাল সড়কের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ায় বরগুনা সদর ফার্মেসীপট্টির ২ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা ও হাসপাতাল সড়ক সহ ২ ওষুধ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক বিপুল বিশ্বাস এর নেতৃত্বে অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
বিপুল বিশ্বাস জানান, রোববার বরগুনা শহরের ফার্মেসীপট্টি ও হাসপাতাল রোড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ফি আদায় করার দায়ে ২ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা ও ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ২ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।