বরগুনায় ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা বরগুনায় ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা - ajkerparibartan.com
বরগুনায় ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা

4:10 pm , December 17, 2023

মাসুম বিল্লাহ্, বরগুনা সংবাদদাতা ॥ বরগুনা সদর ফার্মেসীপট্টি ও হাসপাতাল  সড়কের  বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ায় বরগুনা সদর ফার্মেসীপট্টির ২ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা ও হাসপাতাল সড়ক সহ ২ ওষুধ ব্যবসায়ীকে  ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক বিপুল বিশ্বাস এর  নেতৃত্বে অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
বিপুল বিশ্বাস  জানান, রোববার বরগুনা  শহরের ফার্মেসীপট্টি ও হাসপাতাল রোড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ফি আদায় করার দায়ে ২ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা ও ফার্মেসীতে  মেয়াদোত্তীর্ণ  ওষুধ পাওয়ায় ২ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT