আমতলীতে ০৩ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করলেন ভ্রাম্যমান আদালত আমতলীতে ০৩ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করলেন ভ্রাম্যমান আদালত - ajkerparibartan.com
আমতলীতে ০৩ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করলেন ভ্রাম্যমান আদালত

1:46 pm , September 24, 2020

আমতলী প্রতিবেদক ॥ র‌্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বরগুনা এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহিষকাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ পন্য রাখা ও , বিক্রয় নিষিদ্ধ ঔষধ রাখার অপরাধে, মেসার্স সাঈদ ট্রেডার্স এর মালিক মোঃ শাহিন প্যাদা (৩২)কে ৭ হাজার টাকা, মেসার্স মনির মেডিকাল হল এর মালিক মোঃ মনিরুল ইসলাম (৪৫)কে ৬ হাজার টাকা, মেসার্স খলিফা মেডিকাল হল এর মালিক মোঃ আঃ রব খলিফা (৭০)কে ৫হাজার টাকাসহ সর্বমোট ১৮,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরগুনার ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭/৫১ ধারা মোতাবেক এ অর্থদন্ড প্রদান করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT