পাথরঘাটায় হরিনের চামড়া উদ্ধার পাথরঘাটায় হরিনের চামড়া উদ্ধার - ajkerparibartan.com
পাথরঘাটায় হরিনের চামড়া উদ্ধার

3:19 pm , August 14, 2020

পাথরঘাটা প্রতিবেদক ॥ বরগুনার পাথরঘাটা সদর পাথরঘাটা ইউনিয়নের বাদুরতলা খালের পাড় থেকে প্লাস্টিকের ব্যাগভর্তি ৩টি হরিনের চামড়া উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বাদুরতলা খালের পাড় থেকে কোস্টগার্ড এই চামড়াগুলো উদ্ধার করে, তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা। কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, হরিনের চামড়া বিক্রি করার উদ্দেশ্যে পাচার করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচারনা করা হয়। পাচারকারিরা আগেই কোস্টগার্ডের টের পেয়ে প্লাস্টিকের ব্যাগভর্তি ৩টি হরিনের চামড়া ফেলে রেখে যায়। পরে ব্যাগবর্তি ৩টি হরিনের চামড়া পাওয়া যায়। হরিনের চামড়া বন বিভাগের কাছে হস্তান্তর হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT