পাথরঘাটায় অস্ত্র-গুলিসহ দুই জলদস্যু আটক পাথরঘাটায় অস্ত্র-গুলিসহ দুই জলদস্যু আটক - ajkerparibartan.com
পাথরঘাটায় অস্ত্র-গুলিসহ দুই জলদস্যু আটক

3:10 pm , July 23, 2020

পাথরঘাটা প্রতিবেদক ॥ বরগুনার পাথরঘাটায় অস্ত্র ও গোলাবারুদসহ দুই জলদস্যুকে আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পর্যটন কেন্দ্র হরিণঘাটার পাঁচতলা ওয়াচ টাওয়ারের নিচ থেকে তাদের আটক করে কোস্টগার্ড। আটককৃতরা হলো, পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের মো. রিয়াজ (২৩) ও একই এলাকার মো. রাজু (২৫)। এরা তালতলী উপজেলার বগা এলাকার রিপন বাহিনীর সদস্য। কাস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, হরিণঘাটা বনে ৮ থেকে ১০ জনের একটি গ্রুপ সাগরে ডাকাতি করার জন্য পূর্ব প্রস্তুতিমূলক বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল অবস্থান নেয়। এ সময় অবস্থান টের পেয়ে জলদস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় কোস্টগার্ডও ফাকা ৪ রাউন্ড গুলি ছোঁড়ে। একপর্যায়ে হরিণঘাটা বনের মধ্যে দৌঁড়ে পালানোর সময় দুজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ৪টি একনলা বন্দুক, ৬ রাউন্ড গুলি ও ২টি ছোড়া উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কোস্টগার্ড বাদি হয়ে অস্ত্র আইনে মামলা করে থানায় সোপর্দ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT