2:04 pm , June 18, 2020
আমতলী প্রতিবেদক ॥ “শেখ হাসিনার অঙ্গীকার, গৃহহীণ থাকবেনা কোন পরিবার” এ স্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলী পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের অসহায় ও গৃহহীন ১১টি পরিবারের পূর্ণবাসনের লক্ষে গৃহ নির্মাণের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় আমতলী পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হেমায়েত উদ্দিন, পৗর সচিব আবুল কালাম আজাদ, পৌর প্যানেল মেয়র হাবিবুর রহমান মীর, পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, জিএম মুছা, রিয়াজ উদ্দিন মৃধা, সামসুল হক চৌকিদার, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, মহিলা কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, মাকসুদা বেগম, লিপি বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ প্রমুখ। পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, পৌর শহরের ৮নং ওয়ার্ডে অসহায় ও গৃহহীন ১১টি পরিবারের পূর্ণবাসনের লক্ষে গৃহ নির্মাণের জন্য প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।