3:15 pm , June 17, 2020
আমতলী প্রতিবেদক ॥ বরগুনার আমতলীতে ২০০ পিচ ইয়াবাসহ নারী মাদক বিক্রেতাসহ তিন জনকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানাগেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই সোহেলের নেতৃত্বে এএসআই আমিরুল ও এএসআই লাইজুসহ সংঙ্গীয় ফোর্স উপজেলার হলদিয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের মোকলেছ মৃধার বসতবাড়ীর কাছে পাঁকা রাস্তার উপড় মাদক বেচাকেনার সময় চিহ্নিত মাদক কারবারী কলাপাড়া উপজেলার মধ্য টিয়াখালী গ্রামের মৃতু জাহাঙ্গীর আলমের পুত্র আবুল কালাম আজাদ (৩৪), উপজেলার পূর্বচিলা গ্রামে দেলোয়ার হোসেন মৃধার পুত্র শামীম (৩৮) ও বরিশাল কোতয়ালী থানার কলেজ রোডের বাসিন্ধা মৃত্যু হাবিবুর রহমানের কন্যা নিপু বেগম (২৮) কে আটক করে। এসময় আকটকৃতদের শরীর তল্লাশী করে তাদের কাছ থেকে ২০০ পিচ ইয়াবা ও নগদ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারীরা ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য আমতলী ও কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় কেনাবেচার সাথে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃত তিন মাদক কারবারীকে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হলে আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।