2:23 pm , May 4, 2020
নতুন দুই মাদক বিক্রেতা গ্রেফতার
আমতলী প্রতিবেদক ॥ বরগুনার আমতলীতে র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে সোমবার বরগুনা সদর ও আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সাইদুল বয়াতি (২৭) ও মোঃ ওয়াসিম হাওলাদার (৪০) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক আসামী সাইদুল বয়ায়িতর বিরুদ্ধে আমতলী থানায় প্রায় অর্ধডজন এবং ওয়াসিম হাওলাদার এর বিরুদ্ধে বরগুনা সদর থানায় প্রায় ডজনখানেক মাদক মামলা রয়েছে। উল্লেখ্য, ২ মে তারিখ পটুয়াখালীর কলাপাড়ার নিশানবাড়িয়া লঞ্চঘাট থেকে ৬৫ হাজার পিস ইয়াবাসহ ০৮ মাদক কারবারিকে র্যাব আটক করে। আটককৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই বিপুল পরিমান ইয়াবার চালানের সাথে সাইদুল বয়াতি ও ওয়াসিম হাওলাদার এর সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করলে তাদেরকেও উক্ত মামলায় এজাহারভুক্ত করা হয়। গ্রেফতারকৃত আসামীদের পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে । ।