1:59 pm , May 3, 2020
আমতলী প্রতিনিধি ॥ বরগুনার আমতলী উপজেলা হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে সিদ্দিক খলিফা (৩৫) নামের এক কৃষককে পিটিয়ে আহত করেছেন একই গ্রামের ছালাম মিয়ার পুত্র জুয়েল (৩০)। আহতকে আমতলী উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানাগেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের সিদ্দিক খলিফা রবিবার দুপুরে একই গ্রামের জুয়েল মিয়া পরিত্যাক্ত তরমুজ ক্ষেতে গরুকে ঘাস খাওয়ার জন্য বাধে। এতে জুয়েল ক্ষিপ্ত হয়ে সিদ্দিক খলিফার মুগডাল ক্ষেতে তার গরু বাধে। এ নিয়ে সিদ্দিক খলিফা তারক্ষেতে গরু বাধার কারন জানতে চায় জুয়েলের কাছে। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জুয়েল সিদ্দিক খলিফাকে কিল ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। সিদ্দিক খলিফার ডাকাডাকিতে স্থানীয় ও স্বজনরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।