2:27 pm , May 1, 2020
পাথরঘাটা প্রতিবেদক ॥ বরগুনার পাথরঘাটায় করোনাভাইরাসের কারণে ঘরবন্দি কর্মহীন মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে সৎসঙ্গ বাংলাদেশ পাথরঘাটা শাখার নেতৃতৃন্দ। দুরত্ব বজায় রেখে ১ শত অসহায় পরিবারের মাঝে শুক্রবার বেলা ১১ টায় পাথরঘাটা কেন্দ্রীয় সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরের আঙ্গিনায়বসে এ সকল খাদ্যসামগ্রী বিতরন করা হয়। সৎসঙ্গ বাংলাদেশ পাথরঘাটা শাখার সভাপতি অরুন কর্মকার ও সঙ্গ পরিচালনা কমিটির সভাপতি সতীন্দ্র নাথ বালা জানান, আমাদের এ অঞ্চলে করোনা মহামারীর কারনে আজ ১ মাস ৬ দিন খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে ঘরবন্দি জীবন যাপন করছে। সরকারী সাহায্যের পাশাপাশি আমাদের ক্ষুদ্র আয়োজনে পাথরঘাটা সৎসঙ্গের পক্ষথেকে আমরা চেষ্টা করেছি শতাধীক পরিবারকে উপহার সামগ্রী দেয়ার জন্য। প্রতিটি পরিবারের জন্য উপহার সামগ্রীতে আছে চাল ১০ কেজি, আলু ২ কেজি, মসুরডাল ১ কেজি, ভোজ্যতেল ১ কেজি, খাবার লবন ১ কেজি, লাক্স সাবান ১ টি ও মুখে ব্যাবহারের জন্য ১ টি মাক্স।