আমতলী লক-ডাউন আমতলী লক-ডাউন - ajkerparibartan.com
আমতলী লক-ডাউন

2:32 pm , April 8, 2020

আমতলী প্রতিবেদক ॥ করোনার বিস্তার প্রতিরোধে আমতলী সকল প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য উপজেলার সাথে আমতলীর যোগাযোগের প্রতিটি প্রবেশদ্বারে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ গণবিজ্ঞপ্তির প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে এ পদক্ষেপ গ্রহণ করেন আমতলী থানার ওসি শাহ আলম। বহিরাগতদের আগমন ও পরিবহন যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে তিনি পুলিশ বাহিনী নিয়ে উপজেলার শাখারিয়া, বান্দ্রাসহ প্রতিটি প্রবেশদ্বার বন্ধ করে দেন। প্রবেশের সব পথে বসানো হয়েছে চেকপোস্ট। ফলে অন্যান্য উপজেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আমতলী। গত সোমবার বিকাল থেকেই প্রশাসন কঠোর ভূমিকা পালন করেছে। রোববার থেকে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বৃদ্ধি পেতে থাকায় সোমবার বিকাল থেকেই রাস্তায় ব্যাপক তৎপরতা শুরু করে পুলিশ। উপজলা প্রশাসনের পক্ষে থেকে সোমবার বিকালেই মাইকিং করা হয়। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধাজ্ঞা জারি করা হয়। বিকাল ৫ টার পর ঔষধ ছাড়া সকল দোকান বন্ধ রাখা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। ওসি জনান, নির্দেশ ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT