পাথরঘাটায় ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থী আহত পাথরঘাটায় ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থী আহত - ajkerparibartan.com
পাথরঘাটায় ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থী আহত

3:23 pm , January 18, 2020

পাথরঘাটা প্রতিবেদক \ পাথরঘাটায় স্কুল ফাঁকি দিতে গিয়ে স্কুলের ছাদ থেকে পড়ে এসএসসি পরীÿার্থী আহত হয়েছে। বেলা ১১টার দিকে পাথরঘাটা কে.এম. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।আহত সুদেব ৭ নং ওয়ার্ডের বাসিন্দা বাসুদেব শীলের ছেলে। বরগুনার পাথরঘাটা কে.এম.পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীÿার্থী সুদেব চন্দ্র শীল।আহত শিÿার্থীকে তার সহপাঠীরা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।স্কুলের সহপাঠীরা বলেন, বিদ্যালয়ের পাশে বিকট শব্দ ও কান্নার আওয়াজ শুনে আমরা গিয়ে সহপাঠিদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাই। পাথরঘাটা কেএম পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিÿক নাজমা বেগম বলেন, আজকে ছিল ইতিহাস বিষয় গ্রæপ ক্লাশ ছিল, ৩৮ শিÿার্থীর মধ্যে মাত্র ৬ জন ছাত্রী নিয়ে ক্লাস শুরু করি, কিন্তু ওই ছাত্র সুদেব ক্লাস ফাঁকি দিতে গিয়ে ছাদ হয়ে নামার সময় পরে যায়। পাথরঘাটা কে.এম. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিÿক মো. নুরুল আলম বলেন, শুনিছি ক্লাশ ফাঁকি দিতে গিয়ে পরে যায়।
পাথরঘাটা উপজেলা স্ব^াস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো.জিয়া মাতুব্বর বলেন, শিÿার্থীর মাথায় প্রচন্ড আঘাত রয়েছে তাছাড়া দুই হাত ও বাম পা ভেঙ্গে যায়। তিনি আরো জানান,পাথরঘাটা হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসা না থাকায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT