পাথরঘাটায় উদীচীর সভাপতি রনি-সম্পাদক আলমগীর পাথরঘাটায় উদীচীর সভাপতি রনি-সম্পাদক আলমগীর - ajkerparibartan.com
পাথরঘাটায় উদীচীর সভাপতি রনি-সম্পাদক আলমগীর

3:10 pm , January 17, 2020

পাথরঘাটা প্রতিবেদক ॥ ‘এসো আঁধার করি জয়,সাম্যের নিশান উড়ায় বিশ্বময়’ এ শ্লোগান নিয়ে পাথরঘাটায় অনুষ্ঠিত হয়েছে উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বি-বার্ষিক সম্মেলন। শুক্রবার সকালে উপজেলার ঘুটাবাছা সাইক্লোন শেল্টারে (পাথরঘাটা কলেজ সংলগ্ন) জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন উদীচীর বরগুনা জেলা সভাপতি অ্যাডভোকেট আ. মোতালেব মিয়া। উদীচী পাথরঘাটা উপজেলা শাখার সহ-সভাপতি নারায়ণ চন্দ্র রায়ের সভাপতিত্বে নবম দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বরগুনা জেলা উদীচী শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক সুমন হাওলাদার, কেন্দ্রীয় কমিটির সদস্য আ. ছত্তার, পাথরঘাটা উপজেলা উদীচীর সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাবির হোসেন, চরদুয়ানি ইউনিয়ন উদীচী সভাপতি বাবু সুনীল চন্দ্র হাওলাদার, সাধারণ গোলাম মাওলা মিলন, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সদস্য ও স্থানিয় সংগীত শিল্পী শিল্পী কর্মকার (পলি) প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চচালনা করেন পাথরঘাটা উদীচী শিল্পীগোষ্ঠির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। পরে দুপুরের দিকে অ্যাডভোকেট নাজনিন নাহার রনিকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের পাথরঘাটা উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি গঠনের মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক শিক্ষক নিয়োগ, শহীদ মিনার নির্মাণ,প্রতিটি উপজেলায় রাজাকারের তালিকা প্রকাশ করা, স্বাধীনতা বিরোধীদের সংগঠনের সদস্য না করাসহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। সব শেষে নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান জেলা উদীচীর সভাপতি আ. মোতালেব মিয়া। সভাপতির সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT