পাথরঘাটায় বোরখা পড়া অবস্থায় ইমাম আটক পাথরঘাটায় বোরখা পড়া অবস্থায় ইমাম আটক - ajkerparibartan.com
পাথরঘাটায় বোরখা পড়া অবস্থায় ইমাম আটক

3:16 pm , September 29, 2019

পাথরঘাটা প্রতিবেদক ॥ পাথরঘাটা বোরখা পরিহিত অবস্থায় মসজিদের ইমাম আতাউর রহমান আটক করেছে স্থানীয় লোকজন। শনিবার রাত ১১টার দিকে পাথরঘাটা পৌর শহরের হাসপাতাল সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক ইমাম পাথরঘাটা কলেজ ক্যাম্পাস মসজিদের ইমাম ও মারকাজ মাদ্রাসার শিক্ষক। আতাউর রহমান উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালিবাড়ী এলাকার লুৎফুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে পশু হাসপাতালের সামনে ব্রাঞ্চ রোডে একজন বোরখাপরা মানুষকে ঘোরাঘুরি করতে দেখলে স্থানীয় জনতার সন্দেহ হলে তারা তাঁর গতিবিধি লক্ষ্য করে। পরবর্তীতে তিনি কোথায় কার কাছে যাবেন জানতে চায়। তখন তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে সড়কের বাসিন্দা মো. সুমন মিয়া তাকে ধরে ফেলে। সুমন মিয়া বলেন তাকে আটক করার পর তিনি নিজেকে কলেজ মসজিদের ইমাম পরিচয় দেন। তখন ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান রুকুকে খবর দেয়া হয়। কাউন্সিলর তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর রোকনুজ্জামান রুকু জানান, রাত ১১টার দিকে স্থানীয়রা কলেজ মসজিদের ইমাম আতাউর রহমানকে বোরখা পরা অবস্থায় আটক করা হয়। ইমাম আতাউর রহমানের কাছে এর কারন জানতে চাইলে তখন তিনি বলেন, আমি শয়তানের প্ররোচনায় বোরখা পরেছিলাম। এর রকম আর কোন দিন হবেনা। কাউন্সিলর আসল রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশের কাছে হস্তান্তর করেন। বরগুনা জেলা ইমাম সমিতির সভাপতি ও পাথরঘাটা উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল জানান, বোরখা পরা অবস্থায় কলেজ মসজিদের ইমাম আতাউর রহমানকে আটকের খবর আমি শুনেছি। ওই ইমামের বিরুদ্ধে উগ্রপন্থীদের সাথে সখ্যতা রয়েছে বলে আমাদের কাছে অভিযোগ আছে এবং আতাউর ভিন্ন মতাবলম্বী প্রতিষ্ঠার জন্য কাজ করতেন বলেও জানান তিনি। তিনি আরো জানান আটক ইমাম যদি কোন অপকর্মেও সাথে জড়িত থাকে তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কেননা তিনি আলেম ওলামাদের সম্মান নষ্ট করেছে। এ বিষয়ে পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, বোরখা পরে অনৈতিক কাজে যাওয়ার পথে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT