বরগুনায় লাম্পিতে আক্রান্ত শত শত গবাদি পশু বরগুনায় লাম্পিতে আক্রান্ত শত শত গবাদি পশু - ajkerparibartan.com
বরগুনায় লাম্পিতে আক্রান্ত শত শত গবাদি পশু

3:02 pm , November 27, 2019

বাবুল দাস, বরগুনা ॥ সারা দেশের ন্যায় দক্ষিনের জেলা বরগুনায়ও ভাইরাস জানিত অজ্ঞাত রোগ লাম্পি স্কীনে আক্রন্ত হচ্ছে শত শত গরু বাছুর। জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সর্বত্র এরোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ফলে গবাদী পশু নিয়ে আতঙ্ক দেখা দিয়াছে কৃষক ও খামারীর মাঝে। জানা যায় যে, জেলার সব কয়টি উপজেলাই প্রতিনিয়ত এই রোগের বিস্তার ঘটছে। কোনো প্রকার পূর্ব লক্ষন ছাড়াই হঠাৎ করে গবাদি পশুর গায়ে ফোসকা উঠে জ্বর হয় এবং গবাদি পশু দুর্বল হয়ে পরে। শরীরে পচন শুরু হয়ে ক্ষতের সৃষ্টি করে পোকা হয়ে যায়। একপর্যায় গরু মারা যায়। রোগাক্রান্ত পশুর গায়ে জ্বর ও ব্যাথা থাকার ফলে খাওয়া বন্ধ করে দেয়। সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা না করলে আক্রান্ত পশু বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে। এই রোগ প্রতিরোধের জন্য সুনির্দিষ্ট কোনো ভ্যাক্সিন না থাকার কারনে কৃষক ও খামারিরা আরও বিপাকে পরেছে। এপর্যন্ত সদর উপজেলা সহ জেলার অন্যান্য উপজেলায় শতাধিক গবাদি পশু এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। জেলা পশু সম্পদ কার্যালয় সূত্রে জানা যায় এই ভাইরাস জনিত রোগটি শুধুর আফ্রিকা মহাদেশে উৎপত্তি স্থল। যা মশা, মাছি ও বিষক্ত পোক মাকড়ের মাধ্যমে এ রোগ ছড়িয়ে থাকে। এই রোগের চিকিৎসা ব্যায়বহুল ও সময় সাপেক্ষ বিধায় অনেকেই আক্রান্ত পশুর সঠিক সময় চিকিৎসা করাতে পারছে না। ফলে বৃদ্ধি পাচ্ছে গবাদি পশুর মৃত্যুর হার। অবস্থা নির্নয় করে এন্টিবায়োটিকই এর একমাত্র চিকিৎসা বলে জানিয়েছেন জেলা পশু সম্পদ কর্মকর্তাগণ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT