দাখিলে পাসের হারে বিভাগের সেরা বরগুনা দাখিলে পাসের হারে বিভাগের সেরা বরগুনা - ajkerparibartan.com
দাখিলে পাসের হারে বিভাগের সেরা বরগুনা

5:41 pm , May 6, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ দাখিল পরীক্ষায় বরিশাল বিভাগের মধ্যে পাসের হার সবচেয়ে বেশি বরগুনা জেলায়। সবচেয়ে কম পাসের হার ঝালকাঠি জেলায়। মাদ্রাসা শিক্ষা বোর্ড সুত্রে এই তথ্য জানা গেছে।
বোর্ডের ওয়েব সাইটে দেয়া তথ্যনুযায়ী, বরগুনা জেলায় পাসের হার শতকরা ৮০ দশমিক ৯৪ ভাগ। এ জেলা থেকে পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ২৮৫ পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২ হাজার ৬৫৯ পরীক্ষার্থী। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫৪ শিক্ষার্থী। সর্বনি¤œ ঝালকাঠি জেলায় পাসের হার শতকরা ৫৫ দশমিক ৪১ ভাগ। এ জেলা থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ৩ হাজার ২৩ পরীক্ষার্থী। এদের মধ্যে পাস করেছে ১ হাজার ৬৭৫ পরীক্ষার্থী। ঝালকাঠি জেলায় জিপিএ ৫ পেয়েছে ৩৪ পরীক্ষার্থী। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ পাস করেছে ভোলা জেলায়। এ জেলায় পাস করেছে ৭৭ দশমিক ৩৭ ভাগ শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ৬৩২ পরীক্ষার্থী। পাস করেছে ৫ হাজার ১৩১ পরীক্ষার্থী। ভোলা জেলায় জিপিএ ৫ পেয়েছে ২৪ পরীক্ষার্থী। এরপরে রয়েছে বরিশাল জেলা। এ জেলায় পাস করেছে শতকরা ৭০ দশমিক ০৭ ভাগ পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয়া ৬ হাজার ৭৮৩ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ হাজার ৭৫৩ জন। জিপিএ ৫ পেয়েছে ৫১ পরীক্ষার্থী। পিরোজপুর জেলায় পাসের হার ৬৯ দশমিক ৮৮ ভাগ। এ জেলা থেকে পরীক্ষায় অংশ নেয়া ৪ হাজার ৮৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৮৫৬ জন। জিপিএ ৫ পেয়েছে ৪১ পরীক্ষার্থী। পটুয়াখালী জেলায় পাস করেছে ৪ হাজার ৬৯৫ পরীক্ষার্থী। এ জেলায় পাসের হার ৭১ দশমিক ৫৫ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৪২ জন। পরীক্ষার্থী ছিল ৬ হাজার ৫৬২ জন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT