আমতলী থেকে ম্যাগনেট পিলারসহ প্রতারক আটক আমতলী থেকে ম্যাগনেট পিলারসহ প্রতারক আটক - ajkerparibartan.com
আমতলী থেকে ম্যাগনেট পিলারসহ প্রতারক আটক

2:23 pm , September 10, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ আমতলী থেকে ম্যাগনেট পিলারসহ প্রতারক চক্রের সদস্য আটক করেছে র‌্যাব-৮ সদস্যরা। মঙ্গলবার পরিচালিত এ অভিযানের তথ্য বৃহস্পতিবার জানিয়েছে র‌্যাব। আটক প্রতারক হলো-বরগুনার আমতলী উপজেলার আঙ্গারপাশিয়া গ্রামের মৃত সামসু মোল্লার ছেলে ফরিদউদ্দীন মোল্লা। তার কাছ থেকে একটি পিলার, দুইটি চাকতি চুম্বক ও টেষ্ট কিট উদ্ধার করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানিয়েছে, কথিত রয়েছে পিলারের মধ্যে থাকা চাকতি চুম্বক অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন। এই চুম্বক শুকনো ধানকে আকৃষ্ট করতে পারে। এই চুম্বকের মুল্য কোটি টাকা। এই কারনে ফরিদ উদ্দীন মোল্লা দীর্ঘদিন ধরে পিলার ও চাকতি চুম্বকের প্রতারনা করে। তার কাছে পিলার ও চাকতি চুম্বক রয়েছে জানিয়ে ব্যবসায়ীদের কৌশলে নিজ এলাকায় নেয়। পরে তাদের কাছে ভুয়া পিলার ও চাকতি চুম্বক প্রতারনার মাধ্যমে বিক্রি করে অর্থ আত্মসাত করে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাবের পটুয়াখালী ক্যাম্পের একটি দল আঙ্গারপাশিয়া এলাকায় অভিযান করে ফরিদ উদ্দীনকে আটক করে। পরে তার কাছ থেকে পিলার ও এক পিঠে ইংরেজীতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী ১৮১৮ ও অপর পিঠে খোদাই করে ডেনজার লেখা চাকতি চুম্বক, একটি কাছের টিউব ও ধান উদ্ধার করা হয়। টিউবের ধানের মধ্যে সুক্ষ্মভাবে লৌহজাতীয় পদার্থ ঢুকানো ছিল। আটক ফরিদ তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছে। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার পর আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT