4:12 pm , March 31, 2024
খবর বিজ্ঞপ্তির ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। রোববার (৩১ মার্চ) বেলা দেড়টায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে এ সাক্ষাত করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক (চ.দা) মো. ফয়সল মাহমুদ প্রেরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি জানান, সাক্ষাতকালে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপাচার্য। সাক্ষাতকালে উপাচার্য প্রধানমন্ত্রীকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামোগত কাজের বিষয়ে অবহিত করেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসার ইচ্ছা প্রকাশ করেন। সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন উপাচার্য ।