একটা জালভোট হলে কেন্দ্র বন্ধ করে পুনরায় ভোট নেয়া হবে -ভোলায় ইসি একটা জালভোট হলে কেন্দ্র বন্ধ করে পুনরায় ভোট নেয়া হবে -ভোলায় ইসি - ajkerparibartan.com
একটা জালভোট হলে কেন্দ্র বন্ধ করে পুনরায় ভোট নেয়া হবে -ভোলায় ইসি

4:28 pm , May 17, 2024

মো. আফজাল হোসেন, ভোলা ॥ একটা জাল ভোট পরলে ঐ কেন্দ্রে ভোট বন্ধ করে পুনরায় ভোট নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব. মো. আহসান হাবিব খান। শুক্রবার বিকেলে ভোলায় উপজেলা পরিষদ নির্বাচন অংশ নেয়া প্রার্থী, রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
এ সময় নির্বাচন কমিশনার প্রভাবশালীদের প্রভাব বিস্তার করার বিষয়ে বলেন, তাদেরকে সাইজ করার জন্য আমাদের আইনশৃংখলা বাহিনীর সদস্যরা রয়েছে। প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিষ্ট্রেট দেয়া হবে। এছাড়া র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশসহ আনসার সদস্যরাও থাকবে। প্রয়োজনে আরো দেয়া হবে। প্রশাসন চাইবে আমরা দিব। তবে আমাদের একটা চাওয়া অবাধ, সুষ্ঠু, শান্তিপুর্ন পরিবেশ ভোট। এটায় কোন ছাড় নয়। যদি এর ব্যত্যয় হয় এজন্য দায়ী আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এ সময় জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান, র?্যাব, কোস্টগার্ড এর কর্মকর্তার উপস্থিত ছিলেন। এর আগে প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনার মতবিনিময় করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT