বেশি দামে মাছ কেনায় ব্যবসায়ীর হাত-পা ভাঙ্গার অভিযোগ বেশি দামে মাছ কেনায় ব্যবসায়ীর হাত-পা ভাঙ্গার অভিযোগ - ajkerparibartan.com
বেশি দামে মাছ কেনায় ব্যবসায়ীর হাত-পা ভাঙ্গার অভিযোগ

3:45 pm , March 12, 2024

মুলাদী প্রতিনিধি ॥ জেলেদের থেকে বেশি দামে মাছ কেনায় ব্যবসায়ীকে হাতুড়ি পেটা করে হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মুলাদী উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামের কুব্বাত আলী হাওলাদারের ছেলে নুরুল হক হাওলাদারের হাত-পা ভেঙ্গে দেয় দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাত ১টার দিকে মেঘনা নদীর মেমানিয়া এলাকায় এই ঘটনা ঘটে। হিজলা উপজেলার মাছ ব্যবসায়ী সিন্ডেকেট নিয়ন্ত্রণকারী সালাম মুন্সী, রবিউল মুন্সীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত হামলা চালায় বলে অভিযোগ করেছেন নুরুল হক।
নুরুল হক জানান, হিজলা উপজেলার মাছ ব্যবসায়ী সিন্ডেকেট জেলেদের জিম্মি করে কম দামে মাছ কিনে থাকে। এতে সাধারণ জেলেরা ক্ষতিগ্রস্ত হয়। তাই জেলেদের থেকে কিছুটা বেশি দামে মাছ কিনে ব্যবসা করেন তিনি। এতে ব্যবসায়ী সিন্ডেকেট ক্ষিপ্ত হয়ে কয়েকবার হুমকি দেয়। গত রোববার দিবাগত রাত ১টার দিকে হিজলার মেঘনা নদীর মেমানিয়া এলাকায় মাছ কিনতে গেলে সালাম মুন্সী, রবিউল মুন্সী, শাহজাহান ব্যাপারীসহ ৮-১০জন লোক ট্রলারে হামলা চালায়। এসময় হামলাকারীরা টাকা ছিনিয়ে নিয়ে তাকে এলোপাথাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ও পা ভেঙ্গে নদীতে ফেলে দেয়। পরে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে ওই রাতেই মুলাদী হাসপাতালে ভর্তি করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT