জাহিদ ফারুক শামীম এর সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া-মোনাজাতে মানুষের ঢল জাহিদ ফারুক শামীম এর সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া-মোনাজাতে মানুষের ঢল - ajkerparibartan.com
জাহিদ ফারুক শামীম এর সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া-মোনাজাতে মানুষের ঢল

3:44 pm , December 25, 2023

বিশেষ প্রতিবেদক ॥ শোকাহত মানুষের ঢল নেমেছিলো বরিশালের মুসলিম গোরস্থান মসজিদ সংলগ্ন আঞ্জুমান ই হেমায়েত ইসলাম মাঠে। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছাড়াও   দূর দূরান্ত থেকে ছুটে আসেন সাধারণ মানুষ ও জাহিদ ফারুক সমর্থকরা। ২৫ ডিসেম্বর সোমবার বাদ আছর অনুষ্ঠিত দোয়া-মোনাজাতে বরিশালের সদর উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান সহ এসেছেন অনেক গ্রামবাসী। সকলের চোখেমুখে শোকাহত শ্রদ্ধা ও সমবেদনা। এই সমবেদনা বরিশাল-৫ আসনের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি জাহিদ ফারুক শামীম এর সদ্যপ্রয়াত সহধর্মিণী লায়লা শামীম আরার প্রতি। তিনি গত বৃহষ্পতিবার (২১ ডিসেম্বর) ভোররাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গত ২৩ ডিসেম্বর শনিবার তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং তাঁকে ঢাকার বনানী কবরস্থানে  সমাহিত করা হয়েছে। ২৫ ডিসেম্বর বিকেলে  বরিশালে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুর রহমান বেগ। মুসলিম গোরস্থান জামে  মসজিদে আছর নামাজ আদায় শেষে সবাই জড়ো হন আঞ্জুমান ই হেমায়েত ইসলাম মাঠে। অন্যান্য ধর্মাবলম্বী মানুষের প্রতি শ্রদ্ধা রেখে তাদের উপস্থিতি নিশ্চিত করতেই এ মাঠে এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে বলে জানান  জাহিদ ফারুক অনুসারী নেতাকর্মীরা। নৌকার মাঝি জাহিদ ফারুক এদিন সকাল থেকেই নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা কাজে ব্যস্ত ছিলেন। বিকেলেও আমানতগঞ্জের টিবি হাসপাতাল মাঠে জনসভা তার। এরই ফাঁকে উপস্থিত ছিলেন সহধর্মিণীর জন্য আয়োজিত এই দোয়া মোনাজাতে। মসজিদে নামাজ আদায় করে করে মাঠে উপস্থিত হন তিনি।  এর আগে মাঠ উপস্থিত হন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের নৌকার মাঝি আবুল হাসনাত আবদুল্লাহ এমপি,  বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার,  বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি কেবিএস আহমেদ কবীর, লস্কর নুরুল হক, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম, চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন, চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT