মহাসড়কে বিএনপির বিক্ষোভ ট্রাকে অগ্নিসংযোগের চেষ্টা মহাসড়কে বিএনপির বিক্ষোভ ট্রাকে অগ্নিসংযোগের চেষ্টা - ajkerparibartan.com
মহাসড়কে বিএনপির বিক্ষোভ ট্রাকে অগ্নিসংযোগের চেষ্টা

3:44 pm , December 19, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির ডাকা ২৪ ঘণ্টার হরতাল সমর্থনে ট্রাকে অগ্নিসংযোগের চেষ্টাসহ ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে নগর বিএনপি। এছাড়া বিভিন্ন স্থানে যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার সকালে নগরীর রূপাতলী এলাকার শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে মালবাহী এক ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা চালায় বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে নেতাকর্মীরা পালিয়ে যায়। এরপর মহাসড়কের কাশিপুরে নগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়। এসময় নেতাকর্মীরা পার্শ্ববর্তী সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা চালায়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বগুড়া রোডে বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া নগরীর বিএম কলেজের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল কবির রনির মুক্তি দাবি করেন। এরপর হাসপাতাল রোডে মহানগর যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। দুপুরে হাসপাতাল রোডে ল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। এসময় নেতাকর্মীরা হরতাল সফলে ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে আখ্যা দিয়ে তা বাতিলে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে, ২৪ ঘণ্টার হরতালে বরিশাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। নৌবন্দরে যাত্রী সংকট রয়েছে। ফলে বরিশালের অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে লঞ্চ চলছে। হরতালকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ স্পটে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। টার্মিনালসহ চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালাতে দেখা গেছে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের।
বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, যাত্রী কম থাকলেও অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাতে ঢাকার উদ্দেশ্যে দুটি লঞ্চ যাত্রী নিয়ে যাবে।
বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, নগরীর আইন শৃংখলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT