মঠবাড়িয়ায় নৌকার প্রার্থী না থাকায় পাল্টে গেছে নির্বাচনী হিসাব-নিকাশ মঠবাড়িয়ায় নৌকার প্রার্থী না থাকায় পাল্টে গেছে নির্বাচনী হিসাব-নিকাশ - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় নৌকার প্রার্থী না থাকায় পাল্টে গেছে নির্বাচনী হিসাব-নিকাশ

3:24 pm , December 19, 2023

শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিবেদক ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নৌকা প্রতীক না থাকায় পাল্টে গেছে নির্বাচনী হিসাব নিকাশ। আওয়ামী লীগ জোটগতভাবে নির্বাচনে অংশ গ্রহণ করায় আসনটি তাদের শরীক জাতীয় পার্টিকে ছেড়ে দিতে হয়েছে। যার ফলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফুর রহমানকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়েছে। নির্বাচনী মাঠে নৌকা প্রতীকের প্রার্থী না থাকায় শেষ পর্যন্ত ভোট যুদ্ধের লড়াইটা লাঙ্গল প্রতীকের প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হবে এ নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষন। পিরোজপুর জেলায় শুধুমাত্র একটি উপজেলা নিয়েই একমাত্র সংসদীয় আসন মঠবাড়িয়া। এ আসনের একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৪৪২জন। বর্তমানে নির্বাচনী মাঠে আছেন ৮জন প্রার্থী। এরা হলেন : মহাজোটের জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত লাঙ্গল প্রতীকের মাশরেকুল আজম রবি, ন্যাশনাল পিপল্স পার্টির আম প্রতীকের মোঃ আমির হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মনোনীত ছড়ি প্রতীকের জাসেম মিয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মনোনীত ফুলের ছড়ি প্রতীকের শহিদুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস পার্টি মনোনীত ডাব প্রতীকের প্রার্থী হোসাইন মোশারেফ সাকু, বাংলাদেশ কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীকের মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম স্বপন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে বর্তমান সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ রুস্তম আলী ফরাজী এবং কলার ছড়ি প্রতীকে মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুর রহমানের বড় ভাই শামীম শাহনেওয়াজ। তবে লাঙ্গল প্রতীকের প্রার্থী মাশরেকুল আজম রবি মঠবাড়িয়ার রাজনীতির মাঠে একবারে নতুন মুখ। জোটগতভাবে লাঙ্গল প্রতীক পেলেও তার নেই কোন নিজস্ব ভোট ব্যাংক। তবে মাশরেকুল আজম রবি চারবারের এমপি আলহাজ¦ ডাঃ রুস্তুম আলী ফরাজীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জাতীয় পার্টি থেকে মনোনয়ন লাভ করায় অনেকেই এটাকে তার একটা বড় বিজয় দেখছেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ রাজনীতির মাঠে নতুন মুখ হলেও তার আপন ছোট ভাই আশরাফুর রহমানের রয়েছে বিশাল ভোট ব্যাংক। সেই ভোট ব্যাংককে পূজি করে নির্বাচনী মাঠে নামছেন শামীম শাহনেওয়াজ। অপর স্বতন্ত্র প্রার্থী চার বারের সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ রুস্তুম আলী ফরাজী বরাবরই ব্যক্তি ভোটে এগিয়ে ছিলেন। চারবারের এ সংসদ সদস্য এবারের নির্বাচনে দলীয় প্রতীক না পেলেও তার নিজস্ব ভোট ব্যাংককে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চান। শেষ পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ  নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে লড়াই হবে না কি মহাজোটের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াই হবে এ নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষন। এদিকে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। যার একাংশের নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফুর রহমান এবং অপরাংশের নেতৃত্বে আছেন মঠবাড়িয়া পৌরসভার সাবেক প্রশাসক মোঃ আজিজুল হক সেলিম মাতুব্বর। জোটগতভাবে নির্বাচন হওয়ায় আশরাফুর রহমান নৌকা প্রতীক না পাওয়ায় তিনি তার অনুসারী কর্মী সমর্থকদের নিয়ে আপন বড় ভাই স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজকে বিজয়ী করতে শক্তভাবে মাঠে নেমেছেন। অপরদিকে সেলিম মাতুব্বর গ্রুপ মহাজোট মনোনীত প্রার্থীকে সমর্থন দিবেন না বর্তমান সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজীর পক্ষে অবস্থান করবেন তা এখনও স্পষ্ট নয়। তবে সাধারণ ভোটাররা মনে করেন মহাজোট প্রার্থী মাশরেকুল আজম রবি উপজেলা আওয়ামী লীগের পূর্ণ সমর্থন না পেলে দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লাড়াই হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT