জমি বিক্রি করতে গিয়ে নিজের মৃত্যুর সংবাদ পেলেন রফিজ উদ্দীন জমি বিক্রি করতে গিয়ে নিজের মৃত্যুর সংবাদ পেলেন রফিজ উদ্দীন - ajkerparibartan.com
জমি বিক্রি করতে গিয়ে নিজের মৃত্যুর সংবাদ পেলেন রফিজ উদ্দীন

4:09 pm , December 13, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে জমি বিক্রি করতে গিয়ে নিজের মৃত্যুর সংবাদ পেয়েছেন রফিজ উদ্দীন হাওলাদার। গত মঙ্গলবার (১২ডিসেম্বর) মুলাদী সাব রেজিষ্টারের কার্যালয়ে জমি বিক্রি করতে গিয়ে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি তুলে মৃত্যুর বিষয়টি জানতে পারেন। তবে কী কারণে জাতীয় পরিচয়পত্র সার্ভারে তাকে মৃত দেখানো হয়েছে তা বুঝতে পারেননি তিনি। রফিজ উদ্দীন হাওলাদার (৯০) উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম চরনাজিরপুর গ্রামের ইসরাইল হাওলাদারের ছেলে। উপজেলা নির্বাচন কর্মকর্তার দাবি, ভোটার তালিকা হালনাগাদ করার সময় তথ্য সংগ্রহকারীদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে রফিজ উদ্দীন হাওলাদারের নাম বাদ দেওয়া হয়েছে।
জানা গেছে, বর্তমানে জমি হস্তান্তর করতে জাতীয় পরিচয়পত্র এবং অনলাইন যাচাইয়ের অনুলিপি প্রয়োজন হয়। রফিজ হাওলাদারের মূল জাতীয় পরিচয়পত্র হারিয়ে যাওয়ায় মঙ্গলবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অনুলিপি তুলতে যান। অনুলিপিতে দেখা যায়, রফিজ উদ্দীন হাওলাদারের জাতীয় পরিচয়পত্র নম্বর (২৮৪৮০২০৯৪৩, ভোটার নম্বর ০৬১৩০৯৭৩৯০৫০, ভোটার ক্রমিক নম্বর: ০, জন্ম তারিখ: ১৩-০৫-১৯৩৩, অবস্থা (ঝঃধঃঁং): মৃত)।
রফিজ হাওলাদার জানান, বিশেষ প্রয়োজনে জমি বিক্রি করতে হয়েছে তাকে। জমি বিক্রির জন্য জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি তুলতে কম্পিউটারের দোকানে গেলে পাওয়া যায়নি। পরে অনুলিপি তুলতে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান তিনি। উপজেলা নির্বাচন কর্মকর্তা একটি অনুলিপি প্রিন্ট করে দেন। কিন্তু সেখানে তাকে মৃত দেখানো হয়েছে। পরে ইউনিয়ন চেয়ারম্যানের প্রত্যয়নপত্র নিয়ে জমি বিক্রি নিবন্ধন (রেজিষ্ট্রি) করেন তিনি। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস সালাম খান জানান, রফিজদ্দিন নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়ে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি নিয়েছেন। জাতীয় পরিচয়পত্রের সার্ভারে তাকে মৃত দেখানোর বিষয়ে অভিযোগ করেছেন। ভোটার তালিকা হালনাগাদের সময়ে তথ্য সংগ্রহকারীদের ভুলে তার নাম কর্তন এবং সার্ভারে মৃত দেখানো হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পরে দ্রুত সংশোধন করে দেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT