পটুয়াখালীতে পরিত্যক্ত বোতল দিয়ে ডাষ্টবিন তৈরি করেছে এক শিক্ষার্থী পটুয়াখালীতে পরিত্যক্ত বোতল দিয়ে ডাষ্টবিন তৈরি করেছে এক শিক্ষার্থী - ajkerparibartan.com
পটুয়াখালীতে পরিত্যক্ত বোতল দিয়ে ডাষ্টবিন তৈরি করেছে এক শিক্ষার্থী

4:28 pm , July 14, 2023

পটুয়াখালী প্রতিবেদক ॥ পটুয়াখালী শহরের ঝাউতলা এলাকার ৪ লেন সড়কে গেলে চোখে পড়বে বোতল দিয়ে তৈরি করা ডাষ্টবিন। শুধু ঝাউতলা এলাকায় নয়, শহরের বাসস্ট্যান্ড, লঞ্চঘাট জুবলি স্কুল এলাকায় রয়েছে বোতলের তৈরি এই ডাষ্টবিন।  পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি চমৎকার এই ডাষ্টবিন দৃষ্টি আকর্ষণ করবে যে কারও। অনেককে আনন্দ নিয়েই এই ডাষ্টবিন ব্যবহার করতে দেখা গেছে। অভিনব এ উদ্যোগটি নিয়েছেন পটুয়াখালীর বাসিন্দা মাহমুদুল হাসান রাইয়ান। তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ব্যক্তি উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পাঁচটি ডষ্টিবিন স্থাপন করেছেন তিনি।
শহরের বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সম্পৃক্ত করতে; যত্রতত্র ময়লা না ফেলার বিষয়ে সচেতনতা সৃষ্টি ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়েছেন ডাষ্টবিনগুলো। মাহমুদুল হাসান রাইয়ান বলেন, ‘আমাদের শহরের বিভিন্ন জায়গায় মানুষ ব্যবহৃত প্লাস্টিকের বোতলগুলো ফেলে রাখে। যা পরিবেশের অনেক বড় ক্ষতি করে ও জলবায়ু পরিবর্তনের মূল কারণ। তাই আমি চিন্তা করি এসব পরিত্যক্ত বোতল কাজে লাগিয়ে মানুষকে কীভাবে সচেতন করা যায়। এরপরই এই উদ্যোগ নেই।’ রাইয়ান আরও বলেন, ‘পরীক্ষামূলকভাবে পাঁচটি ডাষ্টবিন তৈরি করেছি। আরও তৈরি করে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে দেব।’ এদিকে অভিনব এ উদ্যোগের প্রশংসা করেছেন শহরের শিক্ষার্থী থেকে শুরু করে আশপাশের দোকানদার, পথচারী এবং এই এলাকায় আগত বিভিন্ন পেশার মানুষ। পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী ইমরান সালেহীন বলেন, ‘ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় পর্যাপ্ত ডাষ্টবিনের অভাবে আমরা নির্দিষ্ট জায়গায় প্লাস্টিকের বর্জ্য ফেলতে পারি না। দেখতে একটু ভিন্ন আকৃতির হওয়ায় এই উদ্যোগ আমাদের প্লাস্টিকের মোড়ক আর বোতলগুলো নির্দিষ্ট জায়গায় ফেলতে উৎসাহ দিচ্ছে।’ ঝাউবন এলাকায় ঘুরতে আসা তাসনিম জাহান বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা করতে আমাদের প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেলে ডাষ্টবিনে ফেলা উচিত। কিন্তু সেই ডাষ্টবিন আমরা পর্যাপ্ত পরিমাণ তেমন একটা দেখতে পাই না। এটা ভালো উদ্যোগ, তবে এর পাশাপাশি সবাই যাতে এখানে বর্জ্য ফেলে সেই সচেতনতাও সৃষ্টি করতে হবে।’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT