মোটর সাইকেলের ধাক্কায় নারী নিহত, চালকের বিরুদ্ধে মামলা মোটর সাইকেলের ধাক্কায় নারী নিহত, চালকের বিরুদ্ধে মামলা - ajkerparibartan.com
মোটর সাইকেলের ধাক্কায় নারী নিহত, চালকের বিরুদ্ধে মামলা

4:31 pm , July 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদীতে মোটর সাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে নারী নিহত হয়েছে। বুধবার তিনটার দিকে উপজেলার গাইনের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছেন।  নিহত নারী শাহীনুর বেগম (৫০) উপজেলার উত্তর বার্থী গ্রামের সিদ্দিক ঢালির স্ত্রী। পুলিশ মোটর সাইকেল চালক তৌহিদুল ইসলামকে আটক করেছে। সে ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিন তারাবুনিয়া এলাকার হারুন অর রশিদের ছেলে। গৌরনদী মহাসড়ক থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল সরকার বলেন, ঝালকাঠি থেকে মোটর সাইকেল চালিয়ে আটক তৌহিদুল ইসলাম চাঁদপুর যাচ্ছিলো। বেপরোয়া গতির মোটর সাইকেল বরিশাল-ঢাকা মহাসড়কের গাইনে পাড় এলাকায় পৌছুলে পথচারী নারীকে চাঁপা দেয়। এতে গুরুতর আহত নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেছে। মহাসড়ক থানার সার্জেন্ট সুমন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে তারা গিয়ে চালক তৌহিদুলকে আটক করেন। এছাড়াও মোটর সাইকেল উদ্ধার করেছেন।  সার্জেন্ট সুমন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেছে। মামলায় বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT