সাগর নন্দিনীর মাষ্টার ব্রীজ উড়িয়ে নেয়া অবিশ্বাস্য সাগর নন্দিনীর মাষ্টার ব্রীজ উড়িয়ে নেয়া অবিশ্বাস্য - ajkerparibartan.com
সাগর নন্দিনীর মাষ্টার ব্রীজ উড়িয়ে নেয়া অবিশ্বাস্য

4:03 pm , July 5, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির সুগন্ধা নদীতে ট্যাংকার বিস্ফোরনের ধরন অবিশ্বাস্য বলে মন্তব্য করছেন বিআডব্লিউটিএসহ ফায়ার সার্ভিস কর্মকর্তারা। ঘটনাস্থলে থাকা বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. সেলিম বলেন, বিস্ফোরনে এতবড় একটি মাষ্টার ব্রীজ উড়িয়ে নিয়ে যাবে। এটা “অবিশ্বাস্য” মনে হচ্ছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত শেষে হয়তো বলতে পারবো কিভাবে ঘটেছে। যুগ্ম পরিচালক সেলিম বলেন, কত ভয়াবহ বিস্ফোরন হয়েছে। মাষ্টার ব্রীজ কমপক্ষে ২০ ফুট দুরত্বে উড়িয়ে ফেলায় অনুমান করা যায়। ফায়ার সার্ভিসের বরিশাল সদর দপ্তরের সহকারী পরিচালক বেল্লাল হোসেন বলেন, বিস্ফোরনের বিষয়ে অতটা সম্যক ধারনা নেই। তবে পেশাগত অভিজ্ঞতায় একটা মাষ্টার ব্রীজ বাতাসে উড়িয়ে নেয়া বড় ধরনের বিস্ফোরনেই ঘটেছে। বিস্ফোরন অনেক শক্তিশালী ছিলো। জমে থাকা গ্যাসে এতটা শক্তিশালী বিস্ফোরন হতে পারে কিনা সেটা যারা এ নিয়ে কাজ করেন তারা ভালো বলতে পারবেন। তদারকির ঘাটতি রয়েছে কিনা সেই বিষয়টিও ক্ষতিয়ে দেখতে হবে বলে মন্তব্য করে বলেন, নৌযানের প্রকৌশলীরা ভালো বলতে পারবেন।
নাম প্রকাশ না করার শর্তে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্যাস জমে বিস্ফোরন অনেক শক্তিশালী হয়। কিন্তু একটি মাষ্টার ব্রীজ উড়িয়ে নেয়ার মতো শক্তিশালী হয় কিনা বিশেষজ্ঞরা পরীক্ষা করছেন। তারা বলতে পারবেন। কর্মকর্তা বলেন, সেখানে রাসায়নিক বা বিস্ফোরক কোন দ্রব্যে ছিল কিনা সেই বিষয়টিও দেখতে হবে।
দীর্ঘ আট বছর ধরে সিঙ্গাপুরে ট্যাংকার নির্মান কাজে জড়িত সামসুল হুদা বলেন, মাষ্টার ব্রীজ উড়িয়ে নেয়ার মতো গ্যাস জমার কোন স্থান ইঞ্জিন রুমে থাকে না। ফ্লেমেবল কোন লিকুইড যা বিস্ফোরন ঘটাতে সক্ষম এমন কোন রাসায়নিক দ্রব্যে থাকলে এ ধরনের ঘটনা ঘটতে পারে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT