4:27 pm , May 17, 2023

বাউফল প্রতিবেদক ॥ বাউফল উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যানসহ চারজনকে জেলে পাঠানোর আদেশ দিয়েছে আদলত। বুধবার পটুয়াখালী চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতের হাজির হয়ে জামিনের আবেদন করেন চার আসামী। বিচারক মোহাম্মদ জামাল হোসেন জামিন আবেদন না মঞ্জুর করে জেলে পাঠানোর আদেশ দেন। জেলে যাওয়া আসামীরা হলেন উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাছ মোল্লা, আসমত আলী হাওলাদারের ছেলে শফিক হাওলাদার (শফি), আক্কেল আলী ভুইয়ার ছেলে মোহন ভুইয়া ও লতিফ সার্ভেয়ারের ছেলে লিমন।
গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত পৃথক কর্মসূচিকে ঘিরে বাউফল উপজেলা আওয়ামী লীগের দুটি পক্ষের সংঘর্ষ হয়। এতে অর্ধশত ব্যক্তি আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০টি ফাঁকা গুলি ছোড়ে। ওই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে বগা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম বাদী হয়ে ঘটনার ১৪ দিন পর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম ফয়সাল আহম্মেদ ওরফে মনির হোসেন মোল্লাকে এক নম্বর আসামী করে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ে করেন।