4:18 pm , May 16, 2023
শামীম আহমেদ ॥ বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনের মাঠে ঘটতে পারে নারী ভোটারদের বিপ্লব। আর তা নির্ভর করছে নারী ভোটারদের উপস্থিতির মাধ্যমে। একইসাথে অনেক মহিলা ভোটার এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পারবেন জেনে খুব খুশি। সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে নারী ভোটারদের উপস্থিতি বাড়ানো সম্ভব হলে নির্বাচনে প্রার্থীদের জয়-পরাজয়ের ক্ষেত্রে ঘটতে পারে অঘটন। নারী ভোটারদের বিপ্লব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তবে নারী-পুরুষের ভোট প্রদানের পৃথক কোনো তথ্য সরকারিভাবে পাওয়া যায় না। নির্বাচন কমিশন সূত্র জানায়, আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে নগরীতে সর্বমোট ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। যার মধ্যে নারী ভোটার সংখ্যা প্রায় ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন ও পুরুষ ভোটার সংখ্যা প্রায় ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। এরমধ্যে নির্বাচনের মাঠে নারী ভোটার সংখ্যা পুরুষ ভোটারদের চাইতে বেশি। আর এটা একটা বিপুল শক্তি। সূত্র জানায়, আসন্ন বিসিসি নির্বাচনে প্রত্যাশার চেয়েও বেশি ভোটারের উপস্থিতি ঘটতে পারে। বিসিসি নির্বাচন পরিচালনার জন্য নির্বাচনী কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং একাধিক নির্বাহী ম্যাজিস্টেট নিয়ে প্রস্তুত রাখা হয়েছে নির্বাচন কমিশন কর্তৃক। একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও পক্ষপাতহীন নির্বাচন করতে যা যা দরকার, সেই ভাবেই প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্র আরো জানায়, আসন্ন সিটি নির্বাচনে ভোটারা ভোট প্রয়োগ করবেন ইভিএম পদ্ধতিতে। আর ইভিএম হচ্ছে স্বচ্ছতার প্রতীক, ইভিএম দিয়ে কেউ কিছু করতে পারে না। আর আমরাও সঠিক ভাবে ইভিএম দিয়ে নির্বাচন পরিচালনা করেছি। সুশৃঙ্খলভাবে ভোট প্রদানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকয়টি কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোট নেয়া হবে। ভোট প্রদানের আগে ইভিএমে ভোট দেওয়ার নমুনা ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ বিষয়ে নগরীর একাধিক ওয়ার্ডের নতুন ও নারী ভোটারা জানান, খুব ভালো লাগছে এই ভেবে যে জীবনে এই প্রথম বোতাম টিপ দিয়েই ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পারবো। আমরা খুব খুশি। একইসাথে নির্বাচনী দিনটির অপেক্ষায় রয়েছি। তারা আরো জানান, জীবনের এই প্রথম ভোট দিতে যাবো। একটু হিসাব-নিকাশ করেই ভোট দেবো। শুধু আশ্বাসে আশ্বস্ত হতে চান না। এ ব্যাপারে বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, প্রবীন সাংবাদিক এডভোকেট নজরুল ইসলাম চুন্নু বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে জয়-পরাজয়ের ক্ষেত্রে নারী ভোটারা একটি বিশাল ফ্যাক্টর। কারন পুরুষ ভোটারের থেকে নারী ভোটারা সংখ্যায় বেশি। তারাও প্রার্থীদের হার-জিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বরিশাল সিটি নির্বাচন প্রসঙ্গে আলাপকালে আঞ্চলিক নির্বাচন কমিশনার মো: হুমায়ুন কবির বলেন, এবারের নির্বাচনে নতুন ভোটারদের পাশাপাশি বিসিসি নির্বাচনে জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নারী ভোটাররা। এবার মোট ভোটারের প্রায় ৫২ শতাংশ ভোটার নারী। নারী ভোটাররা যার দিকে ঝুঁকবেন, জয়ের পাল্লা সেদিকেই ভারী হবে। তিনি আরো বলেন, আপনারা জেনে সন্তষ্ট হবেন এবং আপনাদের আশার চেয়েও বেশি ভোটার উপস্থিতি ঘটবে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে।