শিক্ষার্থীর জন্য উন্মুক্ত বাকসু ভবন শিক্ষার্থীর জন্য উন্মুক্ত বাকসু ভবন - ajkerparibartan.com
শিক্ষার্থীর জন্য উন্মুক্ত বাকসু ভবন

4:17 pm , May 16, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিএম কলেজের ছাত্র সংসদ ভবন শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। সোমবার বিকেলে ৫ বছর ধরে বন্ধ থাকা বাকসু ভবনের দরজার তালা ভেঙে উন্মুক্ত করে দেয় কলেজ ছাত্রলীগের কর্মীরা। ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল নোমান বলেন, এই ছাত্র সংসদে আমির হোসেন আমু, জাহাঙ্গীর কবির নানক, আ স ম ফিরোজ, বলরাম পোদ্দারের মত কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা ভিপি জিএস পদে ছিলেন। গত ৫ বছর ধরে এই বাকসু ভবন তালাবদ্ধ করে রাখা ছিলো। রাজনৈতিক মেধা চর্চা বন্ধ ছিলো এই ক্যাম্পাসে। তাই আমরা উদ্যেগী হয়ে বাকসু ভবনের দরজার তালা ভেঙে সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম কিবরিয়া বলেন, বাকসু ভবনের দরজার তালা ভাঙার খবর পেয়ে লোক পাঠিয়েছিলাম। তবে কোনো তালা ভাঙা হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT