তিনদিন বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু তিনদিন বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু - ajkerparibartan.com
তিনদিন বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু

4:11 pm , May 15, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় তিন দিন বন্ধ থাকার পর বরিশালে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। সোমবার বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ এর বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক। তিনি জানান, শনিবার ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিলো। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় সকাল ৯টা থেকে লঞ্চগুলো চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, ঘূর্ণিঝড়টি নি¤œচাপে পরিণত হয়েছে। তাই ঝড়ের কোন আশঙ্কা নেই। বরিশাল ও পটুয়াখালী নদী বন্দরকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের সমুদ্র বন্দর গুলোতে কোন সংকেত নেই বলে জানিয়েছেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT