বরিশালে পার্কিং নিয়ে দ্বন্দ্বে ইজিবাইক শ্রমিকদের পেটালো বাস শ্রমিকরা বরিশালে পার্কিং নিয়ে দ্বন্দ্বে ইজিবাইক শ্রমিকদের পেটালো বাস শ্রমিকরা - ajkerparibartan.com
বরিশালে পার্কিং নিয়ে দ্বন্দ্বে ইজিবাইক শ্রমিকদের পেটালো বাস শ্রমিকরা

3:19 pm , March 3, 2023

উপ-পুলিশ কমিশনারের (ট্রাফিক) হস্তক্ষেপে দ্বন্দ্ব নিরসন

বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল নগরীর রুপাতলীতে ইজিবাইক শ্রমিকদের মারধর করার অভিযোগ উঠেছে বাস শ্রমিকদের বিরুদ্ধে। এ নিয়ে সৃষ্ট জটিলতায় টার্মিনালের সামনের মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হলে ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ৩ মার্চ শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর রুপাতলী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ ঘটনার প্রতিবাদে ইজিবাইক সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডাঃ মনীষা চক্রবর্তীসহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে বিচার দাবী করেন । ব্যাটারিচালিত রিকশা-ভ্যান- ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার রুপাতলী বাস টার্মিনাল সংস্কারকাজ উদ্বোধনে এসেছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। শুক্রবার সকাল থেকে বাস মালিক সমিতির কর্মচারীরা বলছে- টার্মিনালের আশপাশে কোনো ইজিবাইক রাখা যাবে না। এটা নাকি মেয়র মহোদয়ের আদেশ। অথচ গতকাল মেয়র মহোদয় এমন কিছুই বলেননি। ইজিবাইক রাখতে না দেওয়ার জেরে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে বাস মালিক সমিতির কর্মচারীরা ইজিবাইকের শ্রমিক শাওন ও আবদুল্লাহকে মারধর করে। শহিদুল ইসলাম আরও বলেন, এ বিষয়ে নগরীর রুপাতলী বাসস্ট্যান্ডে দুইপক্ষ অবস্থান নেয় এবং ধাক্কাধাক্কি শুরু হয়। খবর পেয়ে ট্রাফিক বিভাগের কর্মকর্তা, রিকশা-ভ্যান- ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ও বাসমালিক নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। একে অপরের ওপর আর হামলা কিংবা ঝামেলায় জড়াবে না বলে জানান  রুপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন। তিনি বলেন, উভয় পক্ষের সঙ্গে ট্রাফিক পুলিশ বসে সমাধান করেছে। আমরা কোনো পক্ষই আর দ্বন্দ্বে জড়াবো না। ব্যাটারিচালিত রিকশা-ভ্যান- ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘আমাদের দুই চালককে কোনো কারণ ছাড়াই মারধর করা হয়েছে। বিষয়টি ট্রাফিক পুলিশকে জানানো হয়।’ এরপর ট্রাফিক পুলিশের উপ-পুলিশ কমিশনারের তড়িৎ হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত বলেন, দুই পক্ষে উত্তেজনা দেখা দিলে তাদের বিশৃঙ্খলা না ঘটাতে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের আচরণ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, রুপাতলী এলাকায় তুচ্ছ ঘটনায় বাস শ্রমিকরা প্রায়শই ইজিবাইক, সিএনজি এবং মাহিন্দ্রা চালকদের প্রায়শই মারধর করে থাকে বলে একাধিক চালক অভিযোগ করেছেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT