পিরোজপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ ও সরকার নির্ধারিত বাসভাড়া কার্যকর করার দাবীতে পিরোজপুর ফোরামের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত পিরোজপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ ও সরকার নির্ধারিত বাসভাড়া কার্যকর করার দাবীতে পিরোজপুর ফোরামের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত - ajkerparibartan.com
পিরোজপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ ও সরকার নির্ধারিত বাসভাড়া কার্যকর করার দাবীতে পিরোজপুর ফোরামের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

4:03 pm , July 30, 2022

খবর বিজ্ঞপ্তি ॥ ঢাকা- টুংগীপাড়া রেললাইন নাজিরপুর হয়ে পিরোজপুর পর্যন্ত বর্ধিত করন ও সরকার নির্ধারিত বাস ভাড়া কার্যকর করার দাবিতে শুক্রবার বিকাল চারটায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে পিরোজপুর ফোরাম এর উদ্যোগে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। পিরোজপুর ফোরামের সভাপতি মাওলানা কে এম আব্দূস সোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। বক্তব্য রাখেন আলহাজ্ব শামীম সাঈদী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাকশালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আজাদ মাহমুদ, ছারছিনার পীর হজরত মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, কাউখালী উপজেলা সাবেক চেয়ারম্যান আহসান কবির, সিনিয়র আইনজীবী সাবেক চেয়ারম্যান এডভোকেট এম এ ওহাব, ট্যাক্স বারের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা এডভোকেট নাসির উদ্দিন আহমেদ, ঢাকা বারের সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক আওয়ামী নেতা এডভোকেট নজরুল ইসলাম, মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব রিয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শ্রী বাবু লাল দেবনাথ প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে দাবি মেনে নিতে সরকারের নিকট জোর দাবি জানান। এ দাবিতে আগামী ২রা সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। মানববন্ধন সফল করার জন্য ফোরামের সভাপতি মাওলানা কে এম আব্দুস সোবাহান পিরোজপুরবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT