4:05 pm , October 16, 2023

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কমিউনিটি ভিশন সেন্টার’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে তৃণমূলের এক-তৃতীয়াংশ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার আওতায় আনা হয়েছে বলে জানান আয়োজকরা। গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স রুমে এক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বর্নালী দেবনাথ, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন, এ্যানেসথিসিয়া কনসালটেন্ট সুবিন্দ্র তালুকদার, গাইনি কলসালটেন্ট মনিলাল দাস, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাকিরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সোলায়মান হোসেন। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “কমিউনিটি ভিশন সেন্টার” স্থাপনের অংশ হিসেবে তৃতীয় পর্যায়ে পিরোজপুরের ভান্ডারিয়াসহ দেশের ১৩ জেলার ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টার-এর উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী।