3:18 pm , December 18, 2023

পিরোজপুর প্রতিবেদক ॥ পিরোজপুরের ৩টি আসনে ১৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পিরোজপুর- ১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম পেয়েছেন (নৌকা), জেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়াল পেয়েছেন (ঈগল), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম (লাঙ্গল) এবং তৃণমূল বিএনপি মনোনীত ইয়ার হোসেন রিপন পেয়েছেন (সোনালী আঁশ)।
পিরোজপুর- ২ আসন থেকে জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) এর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন (নৌকা), জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিউদ্দিন মহারাজ (ঈগল), বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান (একতারা), ন্যাশনাল পিপলস্ পার্টি মনোনীত মোঃ আবুল বাশার (আম), গণফ্রন্ট মনোনীত মোহাম্মদ মাহতাব উদ্দিন মাহমুদ (মাছ), বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোঃ ছগির মিয়া (ডাব) এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত মোঃ জাকির হোসাইন (ফুলের মালা)।
পিরোজপুর- ৩ আসন থেকে জাতীয় পার্টি মনোনীত মোঃ মাশরেকুল আজম রবি পেয়েছেন (লাঙল), বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী (ঈগল), স্বতন্ত্র প্রার্থী মোঃ শামীম শাহনেওয়াজ (কলার ছড়ি), বাংলাদেশ কংগ্রেস মনোনীত হোসাইন মোশারেফ সাকু (ডাব), বাংলাদেশ কল্যান পার্টি মনোনীত মোঃ শহিদুল ইসলাম স্বপন (হাত ঘড়ি), বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত মোঃ শহিদুল ইসলাম (ফুলের মালা), ন্যাশনাল পিপলস্ পার্টি মনোনীত মোঃ আমির হোসেন (আম) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) মনোনীত মোঃ জাসেম মিয়া (ছড়ি)। এই আসনটি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে।