চরফ্যাসনে ঠিকাদারকে হত্যার চেষ্টার অভিযোগ চরফ্যাসনে ঠিকাদারকে হত্যার চেষ্টার অভিযোগ - ajkerparibartan.com
চরফ্যাসনে ঠিকাদারকে হত্যার চেষ্টার অভিযোগ

3:30 pm , May 26, 2022

চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনের শশীভূষণ থানা এলাকায় পূর্ব মামলা মোকাদ্দমার জের ধরে হাসান মাতাব্বর নামের এক নির্মান ঠিকাদারকে মারধর করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মামলার আসামীদের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় রসুলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর আইচা গ্রামে তার নিজ বাড়ির দড়জায় এ হামলা ও হত্যার চেষ্টার ঘটনা ঘটে। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় হামলার শিকার ঠিকাদার হাসানকে স্বজনরা উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার সুত্রে জানাগেছে।
হাসপাতালে চিকিৎসাধীন হাসান জানান, ২০১৯ সনে তার মুরগীর খামারের বিষক্রিয়া প্রয়োগ করে ৮৪টি ফাইটার মুরগি মেরে ফেলেন প্রতিপক্ষরা। এনিয়ে তিনি বাদী হয়ে প্রতিপক্ষ সোহেল মাতাব্বর , রহিম, সিরাজসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলা আদালতে চলমান রয়েছে। মরগি হত্যার মামলা করায় তাদের সাথে তার বিরোধ শুরু হয়। এবং ওই মামলা তুলে নিতে প্রায় সময় তাকে হুমকি ধামকি দিয়ে আসাছিলেন মামলার আসামীরা। তিনি কয়েকদিন আগে কর্মস্থল থেকে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকেই মামলার আসামী সোহেল, রহিম, সিরাজ তাকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেন। এবং তাকে গলামন্দ করেন। বুধবার সন্ধ্যায় তিনি স্থানীয় বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে নিজ বাড়ির দড়জায় আসলে পূর্ব থেকে উৎপেতে থাকা সোহেল মাতাব্বর , রহিম, মন্নান, ইয়ানুর , সুমাইয়াসহ ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ চক্র আচ্ছন্ন অন্ধকারে তার পথরোধ করে অর্তকিত হামলা চালিয়ে মারধর শুরু করে হত্যার চেষ্টা করা হয়। তার ডাক চিৎকারে তার ছোট ভাই ও স্বজনরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর প্রতিপক্ষ সোহেল মাতাব্বর অপর অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য জানাযায়নি।
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, এঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি । অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT