লালমোহনে নদী থেকে প্রায় ২৫ কেজি গাঁজা উদ্ধার লালমোহনে নদী থেকে প্রায় ২৫ কেজি গাঁজা উদ্ধার - ajkerparibartan.com
লালমোহনে নদী থেকে প্রায় ২৫ কেজি গাঁজা উদ্ধার

3:34 pm , February 19, 2024

লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহন উপজেলায় তেঁতুলিয়া নদী থেকে ২৪ কেজি ৯শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর সংলগ্ন তেঁতুলিয়া নদীর একটি মাছ ধরা ট্রলার থেকে এসব গাঁজা উদ্ধার করে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ কর্মকর্তা (অপারেশন) লে. কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে লালমোহন উপজেলার দেবিরচর এলাকার তেঁতুলিয়া নদীতে একটি মাছ ধরার ট্রলারে তল্লাশী চালান কোস্টগার্ড সদস্যরা। এ সময় ওই ট্রলার থেকে ২৪ কেজি ৯শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে ট্রলারে থাকা মাদক কারবারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT