3:29 pm , November 16, 2023

ভোলা অফিস ॥ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাঁধার মধ্যেই তফসিল বাতিলের দাবীতে ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শহরের হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বরিশাল দালান নামক স্থানে আসলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী যৌথ বাহিনী তাদের বাঁধা দেয়। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। এসময় মাওলানা তাজউদ্দিন, মাওলানা ওবায়দুর রহমান,মাওলানা আতাউর রহমান মোমতাজীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।