3:32 pm , December 21, 2023
চরফ্যাসন প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাসনে গাছ থেকে পড়ে বশির মাঝি(৫০) নামের কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এওয়াজপুর ইউনিয়নের পশ্চিম এওয়াজপুর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মৃধা বাজার সংলগ্ন শফিউল্লাহ মিস্ত্রি বাড়িতে এঘটনা ঘটে। নিহত বশির মাঝি ওই গ্রামের মৃত আবু মাঝির ছেলে।
স্থানীয়রা জানান, নিহত বশির স্থানীয় সালাউদ্দিন খাঁ নামের এক কাঠ বেপারীর সাথে দির্ঘদিন ধরে শ্রমিকের কাজ করতেন। ঘটনার দিন তিনি পশ্চিম এওয়াজপুর গ্রামের শফিউল্লাহ মিস্ত্রির বাড়িতে গাছ কাটার কাজ করতে যান। প্রায় ৩০ ফুট উচ্চতার একটি রেইন্ট্রি গাছে উঠে ডাল কাটার সময় তিনি গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে আনার পথে তিনি মারা যান।
শশীভূষণ থানার ওসি ম. এনামুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।