ভোলা বিএনপির বিক্ষোভ পুলিশের ধাওয়া ভোলা বিএনপির বিক্ষোভ পুলিশের ধাওয়া - ajkerparibartan.com
ভোলা বিএনপির বিক্ষোভ পুলিশের ধাওয়া

3:48 pm , November 25, 2023

মো. আফজাল হোসেন, ভোলা ॥ আজ রবি ও কাল সোমবার অবরোধের সমর্থনে ভোলায় বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মিরা। পরে পুলিশ ধাওয়া দিলে বিক্ষোভকারীরা চলে যায়। শনিবার দুপুর ২টায় ভোলা শহরের বিএনপি অফিসের পাশ দিয়ে মিছিলটি শুরু হয়। জেলা মহিলা দলের নেত্রীদের অংশগ্রহনের বিক্ষোভ মিছিলটি স্লোগান দিতে দিতে মহাজনপট্রি হয়ে শহরের বরিশাল দালান নামক স্থানে আসে। পরে সেখানে তাৎক্ষনিক প্রতিবাদ সভা করে বিএনপি। এ সময় তারা সরকারেরর পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দেয়ার দাবী জানান। অন্যাথায় তাদের আন্দোলন চালিয়েযাবার ঘোষনা দেয় নেতাকর্মিরা। এতে জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক শফিউর রহমান কিরন,সদস্য সচিব রাইসুল আলম, থানা বিএনপির সাধারন সম্পাদক মো. হেলাল উদ্দিন, জেলা মহিলা দলের সভানেত্রী এ্যাড. সাজেদা আক্তার, জেলা যুবদল সাধারন সম্পাদক মো. সেলিম, সেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক খন্দকার আলামিন ও জেলা ছাত্রদল সাধারন সম্পাদক মো. আলামিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের শত শত নেতাকর্মীরা বিক্ষোভে অংশ গ্রহন করে। সমাবেশে বক্তারা বলেন, জালিম সরকারের অধিনে একতরফা  কোন নির্বাচন হতে দেয়া হবে না। সাধারন মানুষ আজ ভোটের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে। প্রশাসন সুন্দর কথা বললেও নির্বাচনের দিন মানুষ কেন্দ্রে যেতে পারে না। তখন কারো কাছেই অভিযোগ দিয়ে কোন প্রতিকার হয় না। তাই সুষ্ঠু অবাধ ও অংশগ্রহনমুলক নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার এর বিকল্প নেই। দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যে কোন মুল্যেই মানুষ পাতানো নির্বাচন বর্জন করবেই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT