ভোলায় পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু ভোলায় পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু - ajkerparibartan.com
ভোলায় পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু

3:25 pm , May 16, 2022

মো. আফজাল হোসেন, ভোলা ॥ ভোলায় ২৫০ শয্যা নির্মানাধীন হাসপাতালে কাজ করা অবস্থায় পড়ে গিয়ে রিমন নামের এক শ্রমিক এবং ট্রলির চাপায় বোরাক যাত্রী শিশু মাইশার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে। স্থানীয়রা ট্রলিটি আটক করেছে। সোমবার বেলা সাড়ে ১২টায় ভোলা সদরে ২৫০ শয্যা হাসপাতালের ৮ম তলায় কাজ করছিলো রিপন (২৮) নামের এক শ্রমিক। নিচে পড়ার সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে তাকে পাশেই হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। নিহত রিপনের বাড়ি দৌলতখান উপজেলার চরপাতা গ্রামে। সকাল থেকেই কাজ করছিলো নির্মানাধীন হাসপাতালের ৮ম তলায়। তবে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন ধরনের প্রটেকশনের ব্যবস্থা ছিলো না। কিংবা নির্মানাধীন ভবনের চারপাশে প্রটেকশন দেয়ার বিধান থাকলেও তা যথাযথ মানা হয়নি। তাই কোন ধরনের প্রটেকশন ছাড়া কাজ করা অবস্থায় নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় রিপন। প্রত্যক্ষদর্শী বৃদ্ধা মো: আব্দুল জব্বার বলেন, একটি চিৎকার ওশব্দ শুনে ভবনের তাকিয়ে দেখছি রিপনের পড়ে যাবার দৃশ্য, যা কোন দিন ভুলতে পারবো না। এ ধরনের ভবন নির্মানে কোন ধরনের নিয়মের তোয়াক্কানা করায় অসহায় মানুষই মারা যায়। এসব ঘটনা নিয়ে স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী তুলেন। অপরদিকে ভোলা টু ইলিশা সড়কের কারিমিয়া মাদ্রাসার সামনে ট্রলিটি যাত্রীবাহি বোরাকটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত ডাক্তার মাইশা নামের এক শিশুকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়। খবর পেয়ে নিহত আত্মীয়-স্বজনদের আহাজারীতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠে। উভয় নিহতের আত্মীয়র স্বজনরা বিচাঁর দাবী করেন। ভোলা সদর থানার ওসি মো: এনায়েত হোসেন বলেন,গাড়ী আটক আছে এসআই সিদ্দিক গটনাস্থলে রযেছে। ছাঁদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মর্মান্তিক। কোন ধরনের প্রটেকশন ছিলো না। অবহেলার ফলেই এটা হয়েছে। উভয় ঘটনায় আমরা আইনী ব্যবস্থা গ্রহন করবো।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT