টিসিবির পন্য ক্রয়ের ফ্যামিলি কার্ড করার প্রক্রিয়া শেষ পর্যায়ে টিসিবির পন্য ক্রয়ের ফ্যামিলি কার্ড করার প্রক্রিয়া শেষ পর্যায়ে - ajkerparibartan.com
টিসিবির পন্য ক্রয়ের ফ্যামিলি কার্ড করার প্রক্রিয়া শেষ পর্যায়ে

3:33 pm , March 15, 2022

জেলায় পাবে ১ লাখ ২৯ হাজার ৯২১ পরিবার

নিজস্ব প্রতিবেদক ॥ টিসিবির পন্য ক্রয়ে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড করার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। আগামী দু এক দিনের মধ্যে কার্ড করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগামী ২০ মার্চের মধ্যে পরিবারগুলোর কাছে পৌছে দেওয়া হবে। তবে নগরী এলাকায় এ কার্ড দেয়া হবে না। ইউনিয়ন পর্যায়ে ২০ মার্চের পর ট্রাক যোগে টিসিবির ন্যায্য মূল্যের পন্য পৌছে দেওয়া হবে। বরিশাল জেলা প্রশাসন ও টিসিবি এসব তথ্য নিশ্চিত করেছেন। বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস বলেন, সিটি করপোরেশন মিলিয়ে বরিশাল জেলায় মোট ২ লাখ ১৯ হাজার ৯২১ জনকে টিসিবির পন্য দেওয়ার লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশনের রয়েছে ৯০ হাজার এবং জেলার সকল উপজেলা ও ইউনিয়ন মিলিয়ে রয়েছে ১ লাখ ১৯ হাজার ৯২১ টি পরিবার। জেলার বসবাসরত এ সকল পরিবারকে কার্ড প্রদান করা হলেও সিটি এলাকায় কার্ড দেওয়া হবে না। তিনি বলেন, সিটি এলাকায় টিসিবির ট্রাকে পন্য বিক্রি হবে। সবাই লাইনে দাড়িয়ে পন্য কিনতে পারবে। তবে নির্দিষ্ট দিনে এক একটি ইউনিয়েনে টিসিবির পন্যবাহী ট্রাক যাবে। সেখান থেকে কার্ডধারীরা পন্য সংগ্রহ করবে। প্রশান্ত কুমার দাস বলেন, কার্ড তৈরী প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। ২০ মার্চের আগেই সকল কার্ডধারীরা কার্ড পেয়ে যাবেন। টিসিবি সুত্র জানিয়েছে এক জন ক্রেতা প্রতি কেজি ৫৫ টাকা করে সর্বোচ্চ ২ কেজি চিনি, প্রতি কেজি ৬৫ টাকা করে সর্বোচ্চ ২ কেজি মশুর ডাল, ১১০ টাকা লিটার দরে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে পেঁয়াজ কিনতে পারবে। টিসিবি সূত্র জানায়, এবার রমজানে বিপুল পরিমাণে তেল, চিনি, মসুর ডাল, পেঁয়াজ ও খেজুর বিক্রি করা হবে। কারণ বাজারে পণ্যের দাম অনেক বাড়তি। তাই রোজায় দাম স্থিতিশীল রাখতে এবার বিশেষ ভাবে আয়োজন করা হয়েছে। টিসিবি বলছে, অষ্টম দফায় গত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত টিসিবি পণ্য বিক্রি করেছে। রোজায় এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, পেঁয়াজ ও খেজুর পৌঁছে দেওয়া হবে। আর প্রথম রমজান থেকে বিক্রি করা হবে ছোলা। এদিকে ১৫ মার্চ থেকে বরিশালে পন্য বিক্রি শুরু করার কথা থাকলেও তা পিছিয়ে ২০ মার্চ নির্ধারন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT