অশান্ত রূপাতলীর বাস টার্মিনাল অশান্ত রূপাতলীর বাস টার্মিনাল - ajkerparibartan.com
অশান্ত রূপাতলীর বাস টার্মিনাল

3:26 pm , March 15, 2022

আরিফ আহমেদ, বিশেষ প্রতিবেদক ॥ বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের দ্বন্দ্বে আবারও অশান্ত হয়ে উঠেছে নগরীর রুপাতলী বাস টার্মিনাল। মঙ্গলবার টার্মিনাল এলাকা দখল করতে দুই গ্রুপ মহড়া দেয়। এতে যাত্রীদের নিরাপত্তায় পরিস্থিতি শান্ত রাখতে অবস্থান নিয়েছেন পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। জানা গেছে, রুপাতলী বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির সভাপতি সুলতান মাহমুদ নিজেকে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত দাবি করেন। মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক পরিমল চন্দ্র দাসও নিজেকে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি দাবি করেন। সকালে নিজের অনুসারীদের নিয়ে টার্মিনালে সভা করেন। সরেজমিনে সকালে রূপাতলী বাস টার্মিনালে আতঙ্কিত পরিবেশ দেখা গেছে। জানা গেছে, এখানে সকালে সুলতান গ্রুপ ও পরিমল গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে। এ সংবাদ শুনে ছুটে আসেন প্রশাসন ও স্থানীয় সংবাদ কর্মীরা। ততক্ষণে পরিস্থিতি শান্ত এবং পরিমল গ্রুপের নিয়ন্ত্রণে টার্মিনাল ভবনে শুরু হয়েছে সমাবেশ। সমাবেশ স্থানে অবস্থানরত পুলিশ কর্মকর্তা লোকমান জানান, আমরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখানে অবস্থান নিয়েছি। এখানে শ্রমিক নেতাদের দ্বন্দ্ব বা সমাবেশ আমাদের বিষয় না। তাদের কারণে কোনো যাত্রীর যেন ভোগান্তি না হয় সেটা দেখার নির্দেশনা রয়েছে। যাত্রীদের অভিযোগ, টার্মিনালের আধিপত্য দখল নিয়ে দুই দল শ্রমিকের মধ্যে সংঘাতে প্রায়শই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় এখানে। এর আগেও বহুবার বাস চলাচল বন্ধ হয়েছে। সর্বশেষ গত জুলাই মাসে করোনার মধ্যেও দুদিন বাস ধর্মঘট চলেছে তাদের মারামারির কারণে। ডিসেম্বরে তাদের মারামারির কারণে আতঙ্কিত পরিবেশ ছিলো সব বাসস্ট্যান্ডে। জানা গেছে, বাস মালিক শ্রমিক সংগঠনের একাংশ কমিটি অনুমোদনে সুপারিশ নিয়েছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, অপরাংশ সুপারিশ নিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম এমপির। এই দুই সুপারিশের প্রভাবে টার্মিনালের আধিপত্য দখল নিয়ে সৃষ্ট জটিলতায় ভুগতে হয় সাধারণ মানুষকে। বিভিন্ন সময় জনগণকে ধর্মঘটের নামে মহা দুর্ভোগে ফেলেছেন শ্রমিক নেতারা এমনটাই অভিযোগ এ পথের যাত্রীদের। যে দুটি সংগঠনের ব্যানারে এতো সংঘাত, ধর্মঘট হচ্ছে তার একটি বরিশাল জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন। দীর্ঘ বছর ধরে এ সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন সুলতান মাহমুদ। নতুন কমিটিতে সুলতানকে সভাপতি করে শ্রম মন্ত্রণালয়ের অধীনে খুলনা শ্রম অধিদপ্তর থেকে অনুমোদনের জন্য পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম এমপি ডিও লেটার দিয়েছেন বলে শ্রমিকরা জানান। অপরদিকে চলতি বছরে ওই কমিটি বাতিলের লক্ষ্যে গঠিত পাল্টা কমিটির সভাপতি মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক টেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু। পরিমল-বাবু কমিটিও খুলনা শ্রম অধিদপ্তর থেকে অনুমোদনের জন্য মেয়র সাদিক আবদুল্লাহর সুপারিশ নিয়েছেন বলে জানান শ্রমিকরা। আরো জানা গেছে, নগরীর রূপাতলী টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিক সংগঠনের দুই পক্ষের সংঘর্ষের জেরে গত ডিসেম্বরেও বেশ কয়েকটি হাতাহাতির ঘটনা ঘটছে।এক পক্ষের সভাপতি দাবি করা পরিমল চন্দ্র দাস বলেন, শ্রমিকদের নিয়ে নিজেরা একটি সভা করেছি। একটি পক্ষ দীর্ঘ দিন ধরে বাস স্ট্যান্ড এলাকায় অবৈধ ভাবে চাঁদাবাজি ও শ্রমিকদের নির্যাতন করতো। এ থেকে শ্রমিকদের পরিত্রাণ দিতে সিটি মেয়র একটি নতুন কমিটি করে দেন। সেখানে কোনো প্রতিদ্বন্ধি না থাকায় তাকে সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটি বাস স্ট্যান্ডে সভা করেছে। এখানে কারো কোন গ্রুপ নাই। অপরদিকে সুলতান মাহমুদ তার অফিসে বসে বলেন, ওই কমিটিকে অবৈধ বলে দাবি করেন। তিনি বলেন, ওরা নথুল্লাবাদ, নৌ-শ্রমিক ও সন্ত্রাসীদের নিয়ে বাস স্ট্যান্ডে জড়ো হয়েছে। ওখানে কোনো শ্রমিক নেই। এমনকি যারা নেতা সেজেছেন তারা কখনোই শ্রমিক ছিলেন না। তিনি নিজেই নিজের কমিটিকে বৈধ বলে দাবি করেন। শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ বলেন, দুই কমিটি নিয়ে জামাল নামের একজন শ্রমিক আদালতে মামলা করেছেন। আগামী ৩০ মার্চ ওই মামলার রায় ঘোষণা করা হবে।
এ বিষয়ে রুপাতলী বাস মালিক সমিতির সাধারন সম্পাদক কাওসার হোসেন শিপন বলেন, বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দুটি কমিটি এখানে। একটি মেয়রের নেতৃত্বে অন্যটি ও পানি প্রতিমন্ত্রীর নেতৃত্বে।
এরপর থেকে দুগ্রুপ শ্রমিক নেতাদের মধ্যে বিভিন্ন সময় ছোটখাটো মারামারি ও উত্তেজনার ঘটনা ঘটে আসছিল। তবে গত ডিসেম্বরের পর পরিস্থিতি মোটামুটি শান্ত ছিলো। ১৭ ই মার্চ জাতির জনকের জন্মশতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে পুনরায় দুই গ্রুপের দ্বন্দ্বে আতঙ্কিত পরিবেশ বিরাজ করছে বরিশাল রূপাতলী ও নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT