ঝালকাঠিতে মাদক সেবনে বাধা দেয়ায় কৃষকের উপর হামলার অভিযোগ ঝালকাঠিতে মাদক সেবনে বাধা দেয়ায় কৃষকের উপর হামলার অভিযোগ - ajkerparibartan.com
ঝালকাঠিতে মাদক সেবনে বাধা দেয়ায় কৃষকের উপর হামলার অভিযোগ

3:06 pm , January 26, 2022

 

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠি সদর উপজেলার কৃর্তিপাশা ইউনিয়নের শিরযুগে মাদক সেবনে বাধা দেয়ায় এক কৃষক হামলার শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সোমবার ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতে শিরযুগ গ্রামের সেলিম হাওলাদারের স্ত্রী রুনু বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলো বেলায়েত হোসেনের পুত্র মাহফুজ, রাজপাশা গ্রামের আলাউদ্দিনের পুত্র হৃদয়। মামলা সূত্রে জানা যায়, শিরযুগ গ্রামের মৃত হামেজ উদ্দিন হাওলাদারের পুত্র মো: সেলিম হাওলাদারের নার্সারী বাগানে আসামী মাহফুজ ও হৃদয় মাদক সেবন করে। মো: সেলিম হাওলাদার তাদের মাদক সেবনের ঘটনা টের পেয়ে তিনি মাহফুজ ও হৃদয়কে নার্সারী বাগানে প্রবেশ করতে নিষেধ করেন। এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে সেলিমকে প্রাণের হুমকি ধমকি প্রদান করে। আসামীরা নার্সারীর চারা নষ্ট করে ফেলে।
গত ২৩ জানুয়ারী সকাল ১০টায় সেলিম হাওলাদারে বসত বাড়ির উত্তর পূর্ব পাশে আসামীদের সাথে সেলিম হাওলাদারের এ নিয়ে তর্ক হয়। এক পর্যায়ে আসামী মাহফুজ লোহার রড দিয়ে সেলিম হাওলাদার পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। অন্য আসামী হৃদয় তার হাতে থাকা লাঠি দিয়ে এলোপাতারীভাবে পিটিয়ে জখম করে। ডাক চিৎকারে লোকজন এলে আসামীদ্বয় সেলিমের কোমড়ে থাকা গরু ক্রয়ের ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে আহত সেলিমকে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT