ঝালকাঠির যুবলীগের চার নেতাকর্মীর বিরুদ্ধে সাইবার আইনে মামলা ঝালকাঠির যুবলীগের চার নেতাকর্মীর বিরুদ্ধে সাইবার আইনে মামলা - ajkerparibartan.com
ঝালকাঠির যুবলীগের চার নেতাকর্মীর বিরুদ্ধে সাইবার আইনে মামলা

4:16 pm , October 3, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোষ্ট দেয়া যুবলীগের ৪ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মঙ্গলবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে নালিশী মামলা করা হয়।ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য ঝালকাঠি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামীরা হলো-যুবলীগ কর্মী মাহমুদুল সাগর, মিলন হাওলাদার, আলীম আল রাজিব ও শেখ মো. সাইদ।
মামলার বাদী হলেন- ঝালকাঠির শেখ মুজিব সড়কের বাসিন্দা মৃত খলিলুর রহমানের ছেলে মো. সালাউদ্দিন। সে কাউন্সিলর কালাম শরীফের ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারী।
মামলায় বাদী অভিযোগ করেছেন, বিভিন্ন সময় আসামীরা যুবলীগ নেতা শেখ মো. সাইদের নির্দেশে কাউন্সিলর কালাম শরীফকে রাজনৈতিক ও সমাজে ভাবমূর্তি নষ্ট সুনাম ক্ষুন্ন করতে বিভিন্ন সময় অসংখ্য আপত্তিকর পোষ্ট ও ভিডিও সামাজি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এতে ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কালাম শরীফ বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন। তার পক্ষে বাদী মামলা করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT