3:12 pm , December 6, 2023
ঝালকাঠি প্রতিবেদক ॥ বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী হওয়া মুহাম্মদ শাহজাহান ওমরের (বীর উত্তম) এর হলফনামা বিশ্লেষণে দেখা যায়, শাহজাহান ওমর ও তার স্ত্রী ৫ কোটি ৬৩ লাখ ২৪ হাজার ৪১৭ টাকার সম্পদের মালিক, যদিও আগের সংসদ নির্বাচনের সময় ৭ কোটি ১৫ লাখ ৩৯ হাজার ৯৯৬ টাকার সম্পদের মালিক ছিলেন তারা। এই হিসাবে তাদের মোট সম্পদ কমেছে ১ কোটি ৫২ লাখ ১৫ হাজার ৫৭৯ টাকার।হলফনামা অনুযায়ী শাহজাহান ওমরের চেয়ে তার স্ত্রীর কাছে নগদ টাকা বেশি। শাহজাহান ওমরের হাতে ৬ লাখ ৬৪ হাজার ৫২৭ টাকা থাকলেও তার স্ত্রীর হাতে রয়েছে ৩৫ লাখ ১৪ হাজার ৪৫০ টাকা। এ ছাড়া গত নির্বাচনে তিনি স্থাবর সম্পত্তি হিসেবে বাড়ি, কৃষিজমি ও অ্যাপার্টমেন্টের কথা উল্লেখ করলেও এবার তিনি স্থাবর সম্পদ হিসেবে তিনি কিছুই উল্লেখ করেননি।হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, শাহজাহান ওমর কৃষি খাত থেকে ১ লাখ সাড়ে ৫ হাজার, বাড়ি বা অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে ১৯ লাখ ৪৫ হাজার ২৭৭, ব্যবসা থেকে ১ লাখ ৯৭ হাজার ৬৬৭ এবং শেয়ার ও ব্যাংকের লভ্যাংশ থেকে ৯ লাখ ১৬ হাজার ২২৬ টাকা আয় করেছেন। তবে ২০১৮ সালে তিনি আয় হিসেবে কৃষি খাত থেকে ১ লাখ ৮২ হাজার, শেয়ার ও ব্যাংক লভ্যাংশ থেকে ১৬ লাখ ৫৬ হাজার ২৩২ ও পেশা থেকে ১০ লাখ ২১ হাজার ৬০০ টাকা উল্লেখ করেছিলেন।অস্থাবর সম্পত্তি হিসেবে শাহজাহান ওমরের কাছে নগদ ৬ লাখ ৬৪ হাজার ৫২৭, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৭ লাখ ৮৩ হাজার ৮৫৭, এফডিআর হিসেবে ১ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা আছে। তবে ৫ বছর আগের হলফনামায় নগদ ৭ লাখ ৭১ হাজার ৩৪৪, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৫ লাখ ৪৯ হাজার ৯১৩ এবং এফডিআর হিসেবে ২ কোটি ১২ লাখ ৪২ হাজার টাকা ছিল। সেই হিসাবে তার অস্থাবর সম্পদ কমেছে।বিএনপি সাবেক এ নেতার গাড়ির দাম ৬০ লাখ ৭০ হাজার টাকা। তার স্ত্রী চড়েন ১৭ লাখ ৪ হাজার টাকার গাড়িতে। আসবাবপত্রসহ তাদের আরও ১৮ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ আছে বলে হলফনামায় উল্লেখ করা হয়।এছাড়া তিনি বর্তমানে ফৌজদারি কোনো মামলায় অভিযুক্ত নন বলে হলফনামায় উল্লেখ করেছেন। যদিও নির্বাচনে অংশ নেয়ার আগে গাড়ি পোড়ানোসহ কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। এর আগে ২০১৮ সালে নির্বাচনের সময় তিনি দুটি মামলার কথা উল্লেখ করেছিলেন। এবার তিনি কোনো মামলার তথ্য উল্লেখ করেননি।